X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

টানা ১৭৪ প্রদর্শনীতে ফেরদৌসী মজুমদার!

বিনোদন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৬, ১৭:৪৯আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৩:৫৫

ফেরদৌসী মজুমদার সৈয়দ শামসুল হক রচিত ও আবদুল্লাহ আল-মামুন নির্দেশিত মুক্তিযুদ্ধের নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ অভিনয়ের ৪০ বছর পূর্তি হবে চলতি মাসেই। নির্দিষ্ট করে বললে, আগামী ২৫ নভেম্বর নাট্যদল ‘থিয়েটার’-এর এ নাটকটি মঞ্চায়নের চার দশক পূর্তি হবে। চার দশক আগে মহিলা সমিতির মঞ্চে প্রথম প্রদর্শন হয় কালজয়ী এ কাব্যনাট্যটির।
পূর্তির এ দিনও থাকছে প্রদর্শনী। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছ’টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনেই নাটকটির ১৭৪তম প্রদর্শনী হবে। মজার বিষয় হলো, এর মাধ্যমে ৪০ বছরে নাটকটির সবকটি মঞ্চায়নে অভিনয় করা হবে বর্ষীয়ান অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের। নাট্যসংগঠন ‌‘থিয়েটার’ বিষয়টি নিশ্চিত করেছে।
প্রথমদিকের প্রদর্শনীতে ফেরদৌসী মজুমদার এছাড়াও প্রথম প্রদর্শনীর অভিনেতা কেরামত মওলাও এখন নিয়মিত অভিনয় করছেন এ নাটকে।
বর্তমানে এতে অভিনয় করছেন ফেরদৌসী মজুমদার, কেরামত মওলা, তোফ হোসেন, ত্রপা মজুমদার, মারুফ কবির, পরেশ আচার্য, সমর দেব, খুরশিদ আলম, নুরুল ইসলাম সানি, রাশেদুল আওয়াল শাওন, জোয়ারদার সাইফ, তামান্না ইসলাম, রুণা লাইলা, তানভীর হোসেন সামদানী, কল্যাণ চৌধুরী, তানজুম আরা পল্লী, কাওসার রাজীব, আতিকুর রহমান ও এরশাদ হাসান।
তাদের বাইরে গত ৪০ বছরে প্রায় ৭০ জন অভিনেতা বিভিন্ন পর্যায়ে এ নাটকের সঙ্গে যুক্ত হয়েছেন। তারা হলেন- আবদুল্লাহ আল-মামুন, মোহাম্মদ জাকারিয়া, জহিরুল হক, আবদুল কাদের, তারিক আনাম খান, মিতা চৌধুরী, তারানা হালিম, রেখা আহমেদ, খায়রুল আলম সবুজ, আরিফুল হক, কাজী তামান্না, গোলাম রব্বানী, ঝুনা চৌধুরী, তবিবুল ইসলাম বাবু, আফরোজা বানু, শিরিন বকুল, শান্তা ইসলাম, তৌকীর আহমেদ, আসিফ মুনীর প্রমুখ।
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’-এর প্রথম মঞ্চায়নের পরপরই এর রচনাশৈলী, বিষয়বস্তু ও প্রকাশনা জন্যে দর্শকমহলে ব্যপক সাড়া জাগাতে সক্ষম হয়। এক বছরের মধ্যে নিয়মিত অভিনয়ে বাংলাদেশে প্রদর্শনীর প্রথম সুবর্ণ জয়ন্তী পালনের গৌরব অর্জন করে ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’।
যদিও মাঝে প্রায় বছর দশেক নাটকটির মঞ্চায়ন হয়নি। বিরতির পরে নতুন করে প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটকের দৃশ্যে শিল্পীরা
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...