X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

গুলশান অ্যাটাক নিয়ে আদৌ সিনেমা সম্ভব?

ওয়ালিউল মুক্তা
২৯ নভেম্বর ২০১৬, ১২:৩৫আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৬:৩১

গুলশান হলি আর্টিজান প্রথমে কিছু তথ্য উপস্থাপন করা যাক।
২২ আগস্ট, ২০১৬। ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস ইন্ডিয়ার খবর- তৈরি হচ্ছে গুলশান হামলা নিয়ে ছবি। অভিনয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত।
১১ অক্টোবর, ২০১৬। একই দেশের সংবাদমাধ্যম ভেরাইটি’র সংবাদ- মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করবেন ‌‘হলি বেকারি'।
সবশেষ শোনা গেল, নির্মানাধীন দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’-এর সিক্যুয়েল হবে ‘গুলশান অ্যাটাক’!
গত ১ জুলাই ঢাকায় গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলা নাড়া দিয়ে গেছে সারাবিশ্বকে। এই হৃদয়বিদারক ঘটনা বলিউড থেকে শুরু হবে ঢালিউডের সেলুলয়েড ফিতায় উঠাতে এখন এত তোড়জোড়।
দেশের বাইরে বলিউডে ‘জিহাদ’ নামে ছবিটির নির্মাণ কাজও শেষ। যেখানে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ভারতীয় অভিনত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
আর দেশে মোস্তফা সরয়ার ফারুকীর ছবিটির কাজ শুরু বাকি। প্রসঙ্গে এসেছে ‘ঢাকা অ্যাটাক’ও। সব বিষয় নিয়ে বাংলা ট্রিবিউন-এর মুখোমুখি হয়েছিলেন গুলশান হামলার তদন্তে সম্পৃক্ত কাউন্টার টেরিজম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) সানোয়ার হোসেন। ঢাকা অ্যাটাক’ ছবির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সানোয়ার হোসেন। ছবি সাজ্জাদ হোসেন

জঙ্গি দমনে সক্ষমতা বাড়াতে পুলিশের বিশেষ এ ইউনিটের এ কর্মকর্তা কথা বললেন বিষয়গুলো নিয়ে। তার আরও একটি পরিচয় আছে। তিনি বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ ছবির চিত্রনাট্যকার ও রচিয়তা।

প্রথমে তিনি কথা বলেন তার নিজের ছবির সিক্যুয়েল নিয়ে। তার ভাষ্য, ‘‘অনেকেই ‘ঢাকা অ্যাটাক’ ও ‘গুলশান অ্যাটাক’ শব্দগুলো এদিক-সেদিক করে ফেলেছেন। বলে নেওয়া ভালো, আমরা আপাতত সিক্যুয়েলের দিকে যাচ্ছি না। তবে আমাদের একটা পরিকল্পনা আছে। তাও শর্ত সাপেক্ষে। ‘ঢাকা অ্যাটাক’ আগে রিলিজ দিতে চাই। ছবিটির পুরো অর্থায়ন করছে বাংলাদেশ পুলিশ। যদি ছবিটি ব্যবসায়িকভাবে মোটামুটি ভালো করে বা ছবিটি যদি লাভের ঘরের নাও পৌঁছায়, আমাদের মূলধন উঠে এলে আমরা এর সিক্যুয়েল নির্মাণ করব। তারচেয়ে বড় বিষয়, ছবিটি দর্শকদের কাছে প্রশংসিত হতে হবে। যদি প্রশংসিত হয়, তবেই এর সিক্যুয়েল হবে। তার আগে নয়।’’

বেশ গুঞ্জন, ‘গুলশান অ্যাটাক’-ই হচ্ছে ‘ঢাকা অ্যাটাক’-এর পরবর্তী কিস্তি। এটার সত্যতা কতটুকু? এমন প্রশ্নে তিনি বললেন, ‘আমরা সিক্যুয়েল করব কিনা- এটাই বড় প্রশ্ন। তবে আমাদের তা করার পরিকল্পনা আছে। কিন্তু ‌গুলশানের হামলা নিয়ে নয়। প্রথম ছবিটির ধারাবাহিক হবে এর দ্বিতীয়টি। প্রথম ছবির গল্প ঠিক রেখে পরের ছবির গল্প তৈরি করা হবে। আরও একটি বিষয়, গুলশানের সে বর্বর হামলার তদন্তে আমরা (কাউন্টার টেরিজম ইউনিট) যুক্ত আছি। তদন্ত চলাকালীন এটা নিয়ে ছবি নির্মাণ করা যায় না। এটা যেমন আমাদের জন্য প্রযোজ্য, তেমনি সবার জন্যও। এছাড়া হামলার মামলাটি এখন বিচারাধীন। কোনও মামলা বিচারাধীন থাকলে তা নিয়ে ছবি নির্মাণ করা যায় না।’

কিন্তু অনেকে তো ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন। যেমন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এটা নিয়ে ‘হলি বেকারি’ ছবি নির্মাণ করবেন বলে জানিয়েছে- এ তথ্যটি উপস্থাপনের পর এ কর্মকর্তা বলেন, ‘যে মামলা আদলতে বিচার চলছে, তা নিয়ে নির্মাণ সম্ভব নয়। এখানে অনেক বিষয় আছে। কারণ আসলে কী ঘটেছে তা কিন্তু তদন্ত শেষে আদালতে উপস্থাপন করা হবে। আদালতই জানাবেন পুরো ঘটনা। এ প্রক্রিয়ার আগে কিন্তু কেউ সুনির্দিষ্ট করে জানেন না আসলে গুলশানে ঐ দিনের হামলা কীভাবে ও কারা সংগঠিত করেছে! তাই এর আগে এটি নিয়ে ছবি নির্মাণের অর্থ হলো- তা নির্মাতার কল্পনাপ্রসূত ঘটনার সম্মিলন। রাষ্ট্রীয় এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা কল্পনা করে তা নির্মাণ করতে চাওয়া কতটা সঠিক! নিশ্চয়ই রাষ্ট্র তার অনুমতি দেবে না।’

এর বিকল্প কোনও পদ্ধতি কি থাকতে পারে? ‘যদি মামলাটি বিশেষ ট্রাইবুনালে নিয়ে যাওয়া হয়, তাহলে এটি এক বছরের মধ্য শেষ করা সম্ভব হয়। তবে এর আগে আমাদের তদন্ত শেষ হতে হবে। তখন হয়তো এরপর রাষ্ট্রীয় অনুমতির একটি বিষয় থাকতে হবে।’ বললেন এ কর্মকর্তা।

এছাড়া বলিউড ছবির প্রসঙ্গটিও সানোয়ার হোসেনের সামনে উপস্থাপন করা হয়। অন্যদেশ যদি কোনও দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ছবি নির্মাণ করে, সেক্ষেত্রে তারা কীভাবে বিষয়টি দেখেন? এ ক্ষেত্রে তারা ভাষ্য, ‘এটা যেহেতু অন্য দেশ বানাচ্ছে। তা মুক্তির আগে ঠিক বলা সম্ভব নয় তারা আসলে আমাদের ঘটনার প্রেক্ষিতেই বা হামলার ঘটনা ভিত্তি করে ছবিটি নির্মাণ করেছেন কিনা! মুক্তির পর বোঝা যাবে, আসলে কী ঘটেছে। যদি দেখা যায়, ছবিটি তদন্তের ফল বা মূল ঘটনাকে বিকৃতি বা ভুল তথ্য উপস্থাপন করছে- যা আমাদের ঘটনার সঙ্গে যায় না, সে ক্ষেত্রে অবশ্যই রাষ্ট্র এর ব্যবস্থা নিতে পারে বা নেবে। তাই মুক্তির আগে বলা যাবে না বলিউডে ‘জিহাদ’ নামের ছবিটি আসলেই হলি আর্টিজানের ঘটানার ওপরে ভিত্তি করে নির্মিত কিনা।’ ‘জিহাদ’ ছবির শুটিংয়ে ঋতুপর্ণা

বাংলাদেশ পুলিশের এ কর্মকর্তা অভিমত দেন যে, রাষ্ট্রীয় স্পর্শকাতর এ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত। কারণ এতে দেশের ভাবমূর্তিসহ অনেক বিষয় জড়িত থাকে। তার বক্তব্যে ছিল, নিহতদের পরিবারের প্রতি সমবেদনার কথাও।


/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’