X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘মুশফিকের মেজাজ বিগড়ে ছিল, তাই…’

রবিউল ইসলাম
২৯ নভেম্বর ২০১৬, ১৯:৩৮আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ২১:০০

আসিফ আকবর ও মুশফিকুর রহিম
‘নিজের ফেসবুকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে কড়া সমালোচনার পোস্ট দিয়েছিলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।

ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছেন উল্লেখ করে লিখেছিলেন, জুয়ার অপর নাম টি-টোয়েন্টি ক্রিকেট! এমনকি সন্দেহের তীর ছুড়েছিলেন নিজের সমর্থিত দল বরিশাল বুলসেও। ঘটনার একদিন পর আসিফকে একহাত নেন বরিশাল অধিনায়ক মুশফিকুর রহিম।  এমনকি গায়ক আসিফকে ‘পাগল’ হিসেবেও তকমা দেন বরিশাল অধিনায়ক। মুশফিকের এমন তেতে উঠা মন্তেব্যর পর বাংলা ট্রিবিউনকে প্রতিক্রিয়ায় জনপ্রিয় এই গায়ক বলেছেন, ‘ম্যাচ হেরেছে, এজন্য হয়তো মুশফিকের মেজাজও বিগড়ে ছিল। তাই ওভাবে বলেছে। মুশফিকের সঙ্গে আমার ব্যত্তিগত সম্পর্ক ভালো। ওকে আমি স্নেহ করি। আমি কিছু মনে করিনি। এ বিষয়ে আলাদা করে কোনও মন্তব্য করতে চাই না।’

শুধু তাই নয়, নিজের ফেসবুক স্ট্যাটাসের বিষয়টিকে এভাবেই ব্যাখ্যা করলেন আসিফ, ‘ওটা আমার ব্যক্তিগত মতামত। নিজের ফেসবুক পেজে আমি সেটা দিতেই পারি। এই বিষয়ে নতুন করে আর কিছু বলার নেই।’ 

মুশফিক যে বেজায় চটেছেন তা আরও স্পষ্ট হয়ে উঠে কিছু কথাতে,  ‘আমরা দেশি-বিদেশি সবাই এত কষ্ট করে খেলছি, এত পেশাদারিত্ব, এটাই আমাদের রুটি-রোজগার, এটার সঙ্গে যদি কেউ বেঈমানি করেন, এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। উনি যেটা লিখেছেন, খুব কষ্ট লাগছে। উনি এটা মাথা ঠিক অবস্থায় লিখেছেন নাকি নিজেও জানি না।’ 

আসিফ ‘সুস্থ মস্তিষ্কের’ নন এমনটা দাবি করেন মুশফিক। তবে তার বদলে কণ্ঠশিল্পী আসিফ মুশফিকের মাথায় স্নেহের হাতই বোলালেন। আসিফের সেই স্ট্যাটাস

প্রসঙ্গত, সোমবার নিজের ফেসবুকে আসিফ আকবর লিখেন, ‘১৭, ১৮, ১৯ এবং ২০ নম্বর ওভার গুলোতে ব্যাটসম্যানরা হয়ে যায় প্রতিবন্ধী আর বোলাররা হয়ে যায় বাঘ। টি-টোয়েন্টি ক্রিকেট জুয়ার অপর নাম। দর্শক হিসেবে মাঠে যাই খেলা দেখতে আর আমাদের নিয়ে খেলা হয় টেবিলে। সন্দেহ ঢুকেছে প্রেসবক্সেও।

/এফআইআর/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!