X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ফটোফিচারে দেখুন শিল্পী নির্মাতা কলাকুশলীদের সমাবেশ

বিনোদন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৬, ১৭:০৬আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৩:০৭

‘শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই’- এই স্লোগান নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছিল টেলিভিশনসংশ্লিষ্ট ১৩টি সংগঠন। শিল্পী-নির্মাতা ও কলাকুশলীদের স্মরণকালের সবচেয়ে বড় এই সমাবেশের সমন্বয় করেছে সংগঠনগুলো নিয়ে গঠিত ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)। শহীদ মিনার প্রাঙ্গণে দেখা গেল তারকারা প্রত্যেকে তাদের নিজ সংঘঠন থেকে এ আন্দোলনে যোগ দিতে এসেছেন। সারিবদ্ধ চেয়ারে বসেছেন সবাই। কেউ কেউ আড্ডাও দিচ্ছেন। দীর্ঘদিন পর অনেকের সঙ্গে হয়েছে দেখা। তাই চলছে পারিবারিক গল্প ও খুনসুটিও। আর মাঝে মধ্যেই আন্দোলনের পাঁচ দফা নিয়ে বক্তব্য রেখেছেন সংগঠনগুলোর নেতারা। চলেছে সাংস্কৃতিক পরিবেশনাও। বিকাল ৫টায় এ সমাবেশ শেষ হয়। পুরো আয়োজন ক্যামেরার ফ্রেমে ধরেছেন আলোকচিত্রী সাজ্জাদ হোসেন। তার ক্যামেরায় দেখুন সমাবেশটি- রোদই যা একটু সমস্যা করেছিল।

 

জাতীয় সংগীত গাইছেন শিল্পীরা

শহীদ মিনার প্রাঙ্গণের বাইরে হঠাৎ সেলফি

পুরো আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন অভিনেতা-নির্মাতা মামুনুর রশীদ। মঞ্চে কথা বলছেন তিনি। পাশে অভিনেতা নাসিম।।

একই ছাতার নিচে শর্মিলী ও দিলারা। পাশে সাবেরি।।

চঞ্চল চৌধুরী কার ওপর বিরক্ত! রোদের ওপর

অভিনেত্রী তারিন যখন গায়িকা!।

কবিতা আবৃত্তি করছেন রওনক হাসান।।

 

সবাই যখন এক...।

সুইটি ও বিপাশা

শহীদ মিনার প্রাঙ্গণে শিল্পীরা

মঞ্চে বিপাশা, রোজী, আজিজুল, তৌকীর, সেলিম। কথা বলছেন জাহিদ।।

 

অর্ষা কী বোঝাতে চাইছেন!।।

কী চলে তাহার মনে!।।

মনে করিয়ে দেয় স্বৈরাচারবিরোধী আন্দোলনের কথা

বাঁধনের মন বেজায় ভালো। পাশে নওশীন ও অর্ষা।। মুখোমুখি শ্রাবন্তী ও স্পর্শিয়া!!

তাহারা যখন নির্বাক ও শ্রোতা।।

বক্তব্য শোনার মধ্যেই কেউ কেউ নিজেদের দাবিগুলোতে চোখ বুলিয়ে নিয়েছেন (2)

 /এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান