X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

স্টার সিনেপ্লেক্সে থ্রিডি ‘মোয়ানা’

বিনোদন ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৯আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৩

স্টার সিনেপ্লেক্সে থ্রিডি ‘মোয়ানা’ ২ ডিসেম্বর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ডিজনি’র নতুন ছবি ‘মোয়ানা’। থ্রিডি অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার এই ছবিটি গত ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে। মুক্তির পরপরই দর্শক-সমালোচকদের দারুণ সাড়া পাওয়া এ ছবিটি ঝড় তুলেছে বক্স অফিসেও। ১৫০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটির আয় এরইমধ্যে শত মিলিয়ন ছাড়িয়েছে।

ওয়াল্ট ডিজনির ‌‘লিটল মারমেইড’ বইটির কথা ভুলে যাওয়ার মতো নয়। ছোট্ট মৎস্যকন্যা এরিয়েল আর স্থলের রাজকুমারের বন্ধুত্ব-প্রেম এবং সবশেষে করুণ পরিণতি। এই গল্পকে অ্যানিমেটেড সিনেমার আদলে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন পরিচালক জন মুসকার এবং রন ক্লিমেন্টস। এ দুই পরিচালক আবারও দর্শকদের জন্য নিয়ে এসেছেন নতুন ছবি ‘মোয়ানা’।
এবার কোনও পুরনো গল্প কিংবা চরিত্র নিয়ে নয়। বরং ডিজনি পরিচয় করিয়ে দিচ্ছে সম্পূর্ণ নতুন গল্পের একটি চরিত্রের সঙ্গে। ১৬ বছর বয়সী চরিত্র মোয়ানা, যে কিনা সমুদ্রে ঘুরে বেড়ায়। সন্ধান করতে থাকে এমন একটা দ্বীপের, যার ছবি সে কল্পনায় আঁকে। তার গল্প নিয়ে ওয়াল্ট ডিজনি তৈরি করেছে ‘মোয়ানা’।

অন্যসব সিনেমার মতো প্রেমনির্ভর গল্প নয় এটি। এতে থাকছে মোয়ানার নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প, যা তার দুঃসাহসিক অভিযানকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ছবিতে পলিনেশিয়ান উপদেবতা মাউইয়ের চরিত্রে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ডোয়াইন জনসন। আর সিনেমার মূল চরিত্র মোয়ানার কণ্ঠ দিয়েছেন নবাগত অলিয়াই ক্রাভালিও। এতে শোনা যাবে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ীর কণ্ঠও। ছবির ‘টামাটোয়া’ চরিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)