X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শুরু হচ্ছে প্রথম জাতীয় গম্ভীরা উৎসব

বিনোদন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৬, ০০:০৫আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ০০:০৫

আয়োজকদের সংবাদ সম্মেলন আজ থেকে প্রথমবারের মতো শুরু হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের ঐতিহ্যবাহী গান গম্ভীরা নিয়ে জাতীয় পর্যায়ের উৎসব। ‘জাতীয় গম্ভীরা-২০১৬’ শিরোনামের এ আয়োজন চলবে আজ ও আগামীকাল (শুক্র ও শনিবার)। এর আয়োজক সাংস্কৃতিক-সামাজিক সংস্থা দিয়াড়। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার বকুলতলায় এ অনুষ্ঠান চলবে প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত।

উৎসব উপলক্ষে বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে দিয়াড়। আয়োজন নিয়ে বিস্তারিত বলেন সংস্থার সদস্যসচিব আনোয়ার হক।
তিনি জানান, সময়ের সঙ্গে  প্রজন্মকে এগিয়ে নিতে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখছে দিয়াড়। সমন্বিত কর্মপ্রয়াসে লোকসংস্কৃতি তথা ভিত্তিমূল আরও মজবুত করতেই তাদের নানা উদ্যোগ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিয়াড় আহ্ববায়ক মুখলেসুর রহমান মুকুল, উপদেষ্টা অধ্যাপক মেসবাহ কামাল, ইফফাত আরা নার্গিস, মেসবাহ উর রহমান খসরু এবং লেখক-গবেষক জাহাঙ্গির সেলিম।
বাংলাদেশের লোকসংগীতের অন্যতম ধারা গম্ভীরা। মূলত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা ও ভারতের মালদা অঞ্চলে গম্ভীরার উৎস এবং প্রসার। চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গম্ভীরার মুখ্য চরিত্রে নানা-নাতি সব এলাকা ও বয়সী মানুষের কাছে খুবই জনপ্রিয়।

দু’দিনব্যাপী এ উৎসবে অংশ নিচ্ছে শিশু ও মহিলা দলসহ ১০টি গম্ভীরা দল। উৎসবের উদ্বোধন করবেন এর প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। দ্বিতীয় দিনে উৎসবের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

অনুষ্ঠানে থাকছে চাঁপাইনবাবগঞ্জ ঐতিহ্যবাহী খাবারও। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)