X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শাহরুখের এই খেলা বন্ধ করা উচিত: রাকেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৬, ১৭:০৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ২৩:৩৪

রইস ও কাবিল ছবির দৃশ্য
বড় বাজেটের ছবিগুলোর সঙ্গে ‘পাঞ্জা’ লড়তে চাননি পরিচালক রাকেশ রোশন। তাই চলতি বছর ডিসেম্বরে ‘কাবিল’ মুক্তির কথা থাকলেও ‘বেফিকরে’ ছবির মুক্তি হবে শুনে সেই দিন পিছিয়ে দেন তিনি।

পরের সিদ্ধান্ত ছিল, আগামী ২৬ জানুয়ারি হলে যাবে ‘কাবিল’। কিন্তু আবারও বাঁধা। শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘রইস’ও আগামী বছর ২৬ জানুয়ারিই রিলিজ হবে জানানো হয়। অগত্যা এবারও ছবি মুক্তির সময়টা ১ দিন আগে আনা হয়, ২৫ জানুয়ারি।
তবে শেষ রক্ষা হয়নি। বুধবার প্রকাশিত ‘রইস’-এর ট্রেলারে দেখা গেল, ২৫ জানুয়ারি সকালেই মুক্তি পাচ্ছে ‘রইস’।
শাহরুখের ছবি মুক্তি তারিখ পরিবর্তনে ব্যাপক নাখোশ হৃত্বিকের বাবা ও ‘কাবিল’ ছবির প্রযোজক রাকেশ রোশন। তিনি জানান, অন্য ছবির সঙ্গে সংঘর্ষ এড়িয়ে যাওয়ার জন্যই ডিস্ট্রিবিউটরদের পরামর্শে ‘কাবিল’-এর মুক্তির তারিখ এগিয়ে নেওয়া হয়েছিল। ‘রইস’-এর তারিখও বদল করা হবে, তা তিনি জানতেন না।
ক্ষুব্ধ রাকেশ বলেন, “যে তারিখ আমরা ঠিক করছি, সেটাই ওরা ফলো করছে। আমি কখনওই এমন কাজ করতাম না। আমি আমার জীবনের ৫০ বছর এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিয়েছি। আমি ‘কৃষ ৪’-এর মুক্তির দিন ২০১৮-র বড়দিন থেকে সরিয়ে দিয়েছি, কারণ আমি জানতে পারি ওই একই দিনে শাহরুখের একটি ছবিও মুক্তি পাবে। শাহরুখের এই খেলা বন্ধ করা উচিত!”
তিনি আরও বলেন, “আমি অনায়াসেই আমার ছবিটা ‘বেফিকরে’ বা ‘দঙ্গল’-এর মুক্তির দিনেই মুক্তি দিতে পারতাম যদি বক্স অফিসের লড়াইয়ের ইচ্ছে থাকতো। আমি এ সবের কোনও অর্থ খুঁজে পাই না!”
যে যা-ই বলুক এই দুই ছবির একইদিনে মুক্তি পাওয়াতে টক্কর হওয়াটাই স্বাভাবিক।

সূত্র: বলিউড লাইফ

/এসএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!