X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

অস্কার উপস্থাপনায় জিমি কিমেল

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৬, ১৫:৪৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৭

জিমি কিমেল অস্কারের ৮৯তম আসর উপস্থাপনা করবেন জনপ্রিয় মার্কিন কমেডিয়ান ও টক শো উপস্থাপক জিমি কিমেল। ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে এ আয়োজন।
এটি সরাসরি সম্প্রচার করবে এবিসি টেলিভিশন। ফলে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি এ আয়োজন উপভোগের সুযোগ পাবেন দর্শকরা। বাংলাদেশও এ তালিকার বাইরে থাকছে না।
২০০৩ সাল থেকে এবিসি নেটওয়ার্কের টক শো ‘জিমি কিমেল লাইভ!’ উপস্থাপনা করছেন এ তারকা উপস্থাপক। এ অনুষ্ঠানে অতিথি তারকাদের নিজেদের নিয়ে অপমানজনক টুইট পড়তে হয়! এছাড়া আরও একাধিক বড় আয়োজনে উপস্থাপনার অভিজ্ঞতা রয়েছে তার। একাধিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে অস্কারে এটাই হবে তার প্রথম উপস্থাপনা।
ডিজনি/এবিসি টেলিভিশন গ্রুপের প্রধান বেন শেরউড প্রকাশ্যেই তাকে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
গত আগস্টে এবিসি টেলিভিশনের সঙ্গে অস্কার প্রদানের অনুষ্ঠান সম্প্রচারের বিষয়ে এক চুক্তিতে উপনীত হয় ‘দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’। চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত অস্কার পুরস্কার প্রদানের আয়োজন সরাসরি সম্প্রচার করবে এবিসি টেলিভিশন। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।
/এমপি/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়