X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সপ্তম বছরে উত্তরায়ণ

বিনোদন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৬, ০০:০২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ০০:০২

লিলি ইসলাম। ছবি-সংগৃহীত
রবীন্দ্রসংগীত চর্চার সংগঠন উত্তরায়ণ ষষ্ঠ বছর পূর্ণ করেন সপ্তমে পা দিল। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুক্রবার (আজ) সন্ধ্যা ছয়টায় গীতি আলেখ্য ‘চলার পথে’ আয়োজন করেছে সংগঠনটি। এবারের অনুষ্ঠানের ভাবনা ‘চলার পথে’।

সংগঠনটির পরিচালক ​রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম বলেন, ‌‘রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রচুর ভ্রমণ করেছেন। পথে যেতে যেতে তিনি অনেক গান রচনা করেছেন। এই যেমন ট্রেনে, জাহাজে, নৌকায়, পালকিতে কিংবা গ​রুর গাড়িতে। আজকের অনুষ্ঠানে আমরা এমনি কিছু গান করব। এই গানগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুরকে অন্যভাবে তুলে ধরার প্রয়াস আমাদের।’
অনুষ্ঠানে গান পরিবেশন থাকবে। এতে ১৭টি গানে কণ্ঠ দেবেন উত্তরায়ণের শিল্পীরা। রবীন্দ্ররচনা থেকে পাঠ করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ডালিয়া আহমেদ। অনুষ্ঠানে যন্ত্রানুষঙ্গে থাকছেন কলকাতার বাদ্যযন্ত্রশিল্পী বিপ্লব মণ্ডল (তবলা), সুব্রত মুখোপাধ্যায় (কি-বোর্ড), সন্দিপন গাঙ্গুলি (বেহালা) আর সৌম্যজ্যোতি ঘোষ (বাঁশি)। থাকছেন ঢাকার শিল্পী নাজিমউদ্দিন রাজু (অক্টোপ্যাড)। সেট আর লাইটের ডিজাইন করছেন নসিরুল হক খোকন। যন্ত্রানুষঙ্গ পরিচালনা করছেন সুব্রত মুখোপাধ্যায়।
অনুষ্ঠানটির পরিকল্পনা, গবেষণা আর পরিচালনা করেছেন লিলি ইসলাম।


/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’