X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

পরিচালক সাইফ চন্দন এখন ভিলেন!

বিনোদন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৬, ১৩:১৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ২০:২১

সাইফ চন্দন সাইফ চন্দন মূলত পরিচালক। দুটি চলচ্চিত্রসহ বেশ ক’টি নাটক নির্মাণ করেছেন গেল ক’বছরে। মাঝে মধ্যে নাটক-সিনেমায় অভিনয়ও করেছেন, শখে ছোট ছোট চরিত্রে।

তবে এবার একটু ভিন্ন অবয়বে হাজির হচ্ছেন। চরিত্রটি বেশ বড়। ধরন দুষ্টু মানুষের। সিনেমার ভাষায় যাকে বলে এন্টি হিরো। হুম এবার তিনি খাঁটি বাংলায় সিনেমার ভিলেন হয়েই হাজির হচ্ছেন রূপালি পর্দায়।
ছবির নাম ‘নীল ফড়িং’। এর কাহিনি, সংলাপ ও পরিচালনা করছেন ইদ্রিস হায়দার। সাইফ চন্দন ছাড়াও এর প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন শিপন ও আফ্রী। এছাড়াও অভিনয় করছেন চম্পা, শহিদুল আলম সাচ্চু, আশিক চৌধুরী, শামীমা নাজনিন, কাজী উজ্জ্বল, মুনিরা মিঠু, আরমান পারভেজ মুরাদ, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, নিমা রহমান, তৃষনাসহ অনেকে।
ভিলেন চরিত্রে অভিনয় প্রসঙ্গে সাইফ চন্দন বলেন, ‘গল্পটি শুনে আমার ভালো লেগেছে। চরিত্রটি বেশ দুষ্টু প্রকৃতির। পরিচালক প্রস্তাব দেওয়ার পর রাজি হয়ে গেলাম। কারণ, পরিচালনার পাশাপাশি নানামাত্রিক চরিত্রে অভিনয় করার আগ্রহ আমার বরাবরই।’
ঢাকায় শুটিং শেষে বর্তমানে পদ্মা নদী ও নবাবগঞ্জে ছবিটির শুটিং চলছে।
বর্তমানে এই ছবিটিতে অভিনয় ছাড়াও সাইফ চন্দন পরিচালিত ২য় চলচ্চিত্র ‘টার্গেট’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এছাড়া সম্প্রতি তিনি দাউদ হোসাইন রনির চিত্রনাট্যে নির্মাণ করেছেন টিভি ধারাবাহিক ‘সানগ্লাস’। যা শিগগিরই প্রচার হবে একটি বেসরকারি টেলিভিশনে।
প্রসঙ্গত, এর আগে সাইফ চন্দন ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন বাপ্পি-মিম অভিনীত ‘আমি তোমার হতে চাই’ ছবিতে। ছবিটি ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
কান উৎসব ২০২৪জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘ডিউন’ সিরিজে টাবু
‘ডিউন’ সিরিজে টাবু
কাজী নজরুলের বায়োপিক, কে থাকছেন কবির ভূমিকায়
কাজী নজরুলের বায়োপিক, কে থাকছেন কবির ভূমিকায়
এবারের পর্দা উঠছে অদ্ভুত মেজাজে!
কান উৎসব ২০২৪এবারের পর্দা উঠছে অদ্ভুত মেজাজে!