X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আমব্রিনের পিতৃবিয়োগ

বিনোদন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৬, ১৬:৫৪আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৯:২২

আমব্রিন। ছবি: সংগৃহীত মডেল-উপস্থাপক আমব্রিনের বাবা মোঃ গোলাম রসুল আর নেই। শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর। রবিবার দুপুরে আমব্রিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে বাংলা ট্রিবিউনকে এমনটাই নিশ্চিত করেন তার মা।
আমব্রিনের মা বলেন, ‘তিনি (গোলাম রসুল) শনিবার দুপুরে নিজের ব্যবসায়ীক অফিসে কাজ করার সময় বুকে ব্যথা অনুভব করেন। এরপর নিজেই রাজধানীর আল-বারাকা হাসপাতালে যান। সেখানে চিকিৎসক না পেয়ে অন্য হাসপাতালে যাওয়ার পথে গাড়িতেই তিনি মারা যান। তখন আমিও ছিলাম তার সঙ্গে।’
আমব্রিনের মা আরও জানান, আজ রবিবার জোহরের নামাজের পর জানাজা শেষে শহরের শাহজাহানপুর গোরস্থানে দাফন করা হয়।
অন্যদিকে বাবার মৃত্যুশোকে আমব্রিন মানসিকভাবে ভেঙে পড়েন। মিডিয়ার কারও সঙ্গেই কথা বলছেন না। বিপিএল পরবর্তী অবকাশের জন্য ১৩ ডিসেম্বর বাবা-মাকে নিয়ে কানাডা সফর করার কথা থাকলেও সেটি গত রাতেই বাতিল করেন তিনি।
প্রসঙ্গত, ২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার অন্যতম মুখ আমব্রিন সারজিন মূলত নাটক-মডেলিংয়ের মানুষ হলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ও সদ্য সমাপ্ত আসরের উপস্থাপনা করে ভালোই নজর কাড়েন সবার।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী