X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মিমি ও তার ছাত্র-ছাত্রীরা!

বিনোদন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৬, ০০:০৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৮

আফসানা মিমি, শিক্ষার্থীদের সঙ্গে। ছবি সংগৃহীত গত বছর নভেম্বরে অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি গড়ে তোলেন বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমি (বিএফটিএ)। চলচ্চিত্র ও টেলিভিশন নিয়ে গবেষণা-প্রশিক্ষণের জন্য তার এ উদ্যোগ।
আর গত শনিবার ছিল প্রতিষ্ঠানটির প্রথম ব্যাচের ছাত্র-ছাত্রীদের সমাপনী আয়োজন। প্রথম ব্যাচের শিক্ষার্থী আরিয়ান, হিমন, শাহীনা, শুধেনজা, সজিব, কামাল, মতিন, হামিদ, আরিফ ও রাফান তাদের চূড়ান্ত অভিনয় পরীক্ষা দেন এদিন।
একজন গর্বিত উদ্যোক্তা-শিক্ষক হিসেবে মিমি নিজে উপস্থিত থেকে তাদের পরিবেশনা দেখেন।
মিমি বলেন, ‌‘এটা মূলত তিন মাসের পড়াশোনা। এ অল্প সময়ে আসলে কিছুই শেখানো যায় না। তারপরও এ সময়টাতে তাদের কেমন উন্নতি হয়েছে তাই দেখলাম। বেশ ভালো লেগেছে।’
নিজের উদ্যোগের কারণ সম্পর্কে এর আগে তিনি বলেন, ‘যথাযোগ্য প্রশিক্ষণ ও নির্দেশনার অভাবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না আমাদের দেশীয় টেলিভিশন ও চলচ্চিত্র। সে ভাবনা থেকেই সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে অবদান রাখার উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রতিষ্ঠান চালু করেছি। আশা করছি, এই শিক্ষালয় ইতিবাচক ভূমিকা রাখবে নতুন শিল্পী ও নির্মাতা তৈরিতে।’
গত বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এটির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় বিনোদন অঙ্গনের অনেক তারকা উপস্থিত থেকে মিমিকে শুভকামনা জানান।

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না