X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

একই কাতারে বেকহাম প্রিয়াঙ্কা ব্লুম

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৬, ১৯:০৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৯:২২

একই কাতারে বেকহাম, প্রিয়াঙ্কা ও ব্লুম
এমন কিছু কী আছে, যা প্রিয়াঙ্কা করছেন না? বলিউডের পর হলিউড মাতিয়ে এবার তিনি হলেন জাতিসংঘের শুভেচ্ছাদূত। এক অনুষ্ঠানে তাকে একই মঞ্চে দেখা গেল জনপ্রিয় সাবেক ইংলিশ ফুটবল তারকা ডেভিড বেকহাম, হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে। বেকহাম এবং ব্লুমও জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন।
জাতিসংঘের শিশু অধিকারবিষয়ক সংস্থা ইউনিসেফ-এর বৈশ্বিক শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন প্রিয়াঙ্কা। এর আগে স্থানীয় পর্যায়ে ১০ বছর ধরে শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতরে ইউনিসেফ-এর ৭০ বছর পূর্ণ হওয়া উপলক্ষে এক অনুষ্ঠানে প্রিয়াঙ্কার সঙ্গে আরও যোগ দেন বেকহাম, হলিউড অরল্যান্ডো ব্লুম, জ্যাকি চান এবং মিলি ববি ব্রাউনকে। অনুষ্ঠানে বেকহাম ও মিলি ব্রাউন উপস্থাপনার দায়িত্বে ছিলেন। তারা সবাই ইউনিসেফের বৈশ্বিক শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন।
এক টুইটার বার্তায় প্রিয়াঙ্কা বলেন, ‘১০ বছর হয়ে গেল, ভাবতেও পারছি না! ইউনিসেফের বৈশ্বিক শুভেচ্ছাদূত হিসেবে অসাধারণ এক গ্রুপের সঙ্গে কাজ করতে পারায় গর্বিত বোধ করছি।’


ছবি ও সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।
/এসএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!