X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রোজ গার্ডেন নিয়ে কেন এত উচ্ছ্বাস?

বিনোদন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৬আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৫:০৭

রোজ গার্ডেনের প্রধান ফটকের সামনে শবনম ফারিয়া ১৯৩১ সালে ঋষিকেশ দাস নামে এক ধনাঢ্য ব্যবসায়ী পুরান ঢাকার ঋষিকেশ রোডে ২২ বিঘা জমির উপর একটি বাগানবাড়ি তৈরি করেন। সেই বাড়ির বাগানে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নাম হয় রোজ গার্ডেন।

এছাড়া বাগানটি সুদৃশ্য ফোয়ারা, পাথরের মূর্তি ইত্যাদি দ্বারা সজ্জিত ছিল। ভবনের দ্বিতীয় তলায় পাঁচটি কামরা আর একটি বড় নাচঘরও আছে। আছে এর নান্দনিক স্থাপত্যশৈলী।
সেই ঐতিহাসিক রোজ গার্ডেনে টানা একদিন কাটিয়ে এলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া। আবার এ নিয়ে বেজায় উচ্ছ্বাসও প্রকাশ করছেন প্রকাশ্যে!

প্রশ্ন উঠতেই পারে, রোজ গার্ডেনে শবনম ফারিয়ার কী?
জবাবে জানালেন, বিশেষ কিছুই না। এবারই প্রথম তিনি পা ফেলেছেন রোজ গার্ডেনের সবুজ ঘাসে, সাদা ঘরে। তাই একটু চনমনে উচ্ছ্বাস তার মনে।

তার ভাষায়, ‘ঢাকায় এমন একটি অসাধারণ বাড়ি-বাগান আছে, সেটা আমি এর আগে কল্পনাও করতে পারিনি। এই বাড়ির প্রতিটি বিষয় আমাকে বিস্মিত এবং মুগ্ধ করেছে।’
স্বাভাবিক, রোজ গার্ডেনে পা রেখেই বেজায় উচ্ছ্বসিত ফারিয়ার। তাইতো ভোর (১৫ ডিসেম্বর) ৭টা থেকে রাত ১০টা নাগাদ ক্লান্তিহীন ছিলেন তিনি। প্রাণের আনন্দে কাজ করেছেন একটি বিজ্ঞাপনের।
আরও খবর হলো, ভালো বিরতি নিয়ে ফের বিজ্ঞাপন তরঙ্গে ফিরেছেন শবনম। এবং সেটি একটু ভিন্ন আবহে রোজ গার্ডেনের অন্দরে-বাহিরে। ফারিয়া জানান, সদ্য শুটিং শেষ হওয়া এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন মাহিন আওলাদ। আর পণ্যটি হলো- বিশুদ্ধ খাবার পানি।
রোজ গার্ডেনে শবনম ফারিয়া শবনম ফারিয়া বলেন, ‘খুব আনন্দ নিয়ে কাজটি শেষ করলাম। এতে আমাকে দেখতে একটু আলাদা লাগবে। বিশেষ করে আমি আর রোজ গার্ডেন, একে একে যেন দুই হয়ে গেছি। ফলে, এই বিজ্ঞাপনটি দর্শকদের চোখের আরাম দিবে, কথা দিচ্ছি।’
শিগগিরই দেশের সবকটি চ্যানেলে প্রচার শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা মাহিন
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!