X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

অর্ধশত প্রেক্ষাগৃহে চার মুরব্বির গল্প

বিনোদন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৬, ০০:০৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ০০:০৯

ছবির একটি দৃশ্যে চার সিনিয়র অভিনেতা রাত পোহালেই (২৩ ডিসেম্বর) দেশের ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এস এ হক অলীকের ছবি ‘এক পৃথিবী প্রেম’। অলীকের আগের ছবিগুলোর মতো- এই ছবিতেও নিয়মমাফিক নায়ক-নায়িকা-নাচ-গান-ভিলেনের সরব উপস্থিতি থাকছে।

তবে নিয়মের বাইরে যেটি আছে, সেটি হলো এবারই প্রথম একসঙ্গে কোনও ছবিতে অভিনয় করেছেন দেশের শীর্ষ চার মুরব্বি অভিনেতা। এবং সেটি খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে। যেমনটা চলচ্চিত্রের মুরব্বিদের বেলায় আজকাল আর ঘটে না। এই ছবির চার মুরব্বি অভিনেতা হলেন- সৈয়দ হাসান ইমাম, এ টি এম শামসুজ্জামান, আমিরুল হক চৌধুরী ও আবুল হায়াত।
পরিচালক অলীক জানান ‘এক পৃথিবী প্রেম’ মূলত প্রেমের ছবি। পাশাপাশি চার মুরব্বির গল্প তুলে ধরা হয়েছে এতে। চারজনই বৃদ্ধাশ্রম থেকে পালিয়ে যান, কোথাও শান্তি না পেয়ে ফিরে আসেন বৃদ্ধাশ্রমে। এই চার বন্ধু আবার চারটি ধর্মের- অশোক (এ টি এম শামসুজ্জামান), এলবার্ট মার্শাল (আবুল হায়াত), আজহার (আমিরুল হক চৌধুরী) ও শুভাশিষ বড়ুয়া (সৈয়দ হাসান ইমাম)।
ছবির একটি দৃশ্যে চার সিনিয়র অভিনেতা ছবিতে নিজেদের চরিত্র প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘৪ জনের চরিত্র প্রায় একই। চার ধর্মের চার শরীর, কিন্তু সবার মতো চাওয়া-পাওয়া একই। চরিত্রগুলোর মধ্যে একটা মানবিক আবেদন রয়েছে। বৃদ্ধ মা-বাবার প্রতি সন্তানদের কর্তব্য পালনের আকুতি আছে। সমাজের কাছে একটা বার্তা হয়ে থাকবে ছবিটি।’
অন্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান বললেন, ‘সবই থাকছে এই সিনেমায়। ভালো গল্প, সঙ্গে দুর্দান্ত গল্প এবং অভিনয়। ছবিটি করতে গিয়ে অনেক দিন পর ভালো অভিনয় করার চেষ্টা করেছি এবং দেখেছি। এটাও একটা বড় পাওয়া।’
এদিকে ভিন্ন গল্পের রোমান্টিক এই ছবিতে অভিষেক হচ্ছে নবাগত মুখ আসিফ নূরের। তার বিপরীতে অভিনয় করেছেন আইরিন।
নূর বলেন, ‘আমার অভিনীত প্রথম ছবি এটি। তাই স্বপ্নটা একটু বেশি। ছবিটিতে শুধু প্রেম না একটা বৃদ্ধাশ্রমের গল্পও তুলে ধরা হয়েছে। পরিবারসহ দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন বলে আশা করছি। এ ছবিতে অভিনয়ের আগে আমাকে আলাদাভাবে অভিনয়ের প্রশিক্ষণও দিয়েছেন অলীক ভাই।’
পানকৌড়ি চলচ্চিত্রের প্রযোজনায় ও টিওটি ফিল্মসের পরিবেশনায় এ ছবিতে মোট ছয়টি গান থাকছে। এর মধ্যে একটি করে গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ও কুমার বিশ্বজিৎ। আরেকটিতে মিলন মাহমুদ ও পড়শী। সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন হাবিব, হৃদয় খান ও ইমন সাহা।
পরিচালক অলীকের সঙ্গে আসিফ ও আইরিন /এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…