X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নৃত্যগুরু কলাবতী দেবী ঢাকায়

বিনোদন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৬, ০৯:১৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৩:৫৬

কলাবতী দেবী। ছবি: সংগৃহীত কলাবতী দেবী। ভারতের বিখ্যাত নৃত্যগুরু। যার হাত ধরে উঠে এসেছে দুই বাংলার প্রথিতযশা অনেক নৃত্যশিল্পী। মণিপুরি নাচের বরেণ্য এ শিল্পী এসেছেন ঢাকায়।

রাজধানীর জাতীয় নাট্যশালায় মণিপুরি থিয়েটার আয়োজিত পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব উদ্বোধন করবেন ভারতের পদ্মশ্রী খেতাবপ্রাপ্ত প্রখ্যাত এই মণিপুরি নৃত্যগুরু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আজ শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় হবে এর উদ্বোধন।
এতে থাকবে সাধনা ও মণিপুরি থিয়েটার পরিচালিত নৃত্যপ্রশিক্ষণ প্রকল্প ‘ধ্রুমেল’-এর পরিবেশনা। এছাড়াও দলটির ২০ বছরের প্রযোজনা নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হবে। সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে লোরকার ‘ইয়ের্মা’ অবলম্বনে নাটক ‘লেইমা’।
প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে নিজেদের ৫টি নাটক নিয়ে ঢাকায় এ নাট্যোৎসব আয়োজন করছে মণিপুরি থিয়েটার। রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনে এ উৎসব চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। উৎসবের মূল প্রতিপাদ্য ‘অঙ্গে রঙ্গে কথায় ছন্দে জাগো’।
প্রতিদিন সন্ধ্যা ৭টায় থাকবে নাটকের প্রদর্শনী। উৎসবের দ্বিতীয় দিন ২৫ ডিসেম্বর মঞ্চস্থ হবে ‘ইঙাল আঁধার পালা’, ২৬ ডিসেম্বর ‘শ্রীকৃষ্ণকীর্তন’, ২৭ ডিসেম্বর ‘দেবতার গ্রাস’ এবং সমাপনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে ‘কহে বীরাঙ্গনা’।
এছাড়া ২৫ ডিসেম্বর বিকাল ৩টায় থাকবে নাট্যকর্মীদের অংশগ্রহণে ‘আমাদের নাট্য ভাষা : সংকট ও সম্ভাবনা’ বিষয়ে মুক্ত আলোচনা। প্রতিদিন সন্ধ্যা ৬টায় উৎসব প্রাঙ্গণে থাকবে মণিপুরি মৃদঙ্গ বাদন, গান, নৃত্য’সহ বিভিন্ন পরিবেশনা।
উৎসবের শেষ দিন নাটক শেষে  থাকবে উন্মুক্ত আনন্দ আয়োজন।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…