X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৩ দিনেই শত কোটিতে আমিরের ‘দঙ্গল’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৬, ০৮:০১আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ০৮:০১

দঙ্গল ছবির একটি দৃশ্য বলিউড তারকা আমির খানের ‘দঙ্গল’ ছবিটি বক্স অফিসের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছে। মুক্তির পর ৩ দিনেই ছবিটির আয় শত কোটি রুপি ছাড়িয়ে গেছে। আগামী দিনগুলোতে আয় কোথায় দাঁড়াবে তা নিয়ে এখন বক্স অফিস বিশ্লেষকদের চলছে গবেষণা।
বক্স পর্যবেক্ষক তারন আদর্শ জানান, শত কোটি রুপি আয় ছাড়িয়েছে ‘দঙ্গল’।

কুস্তি নিয়ে কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল আরেক বলিউড তারকা সালমান খান ও আনুশকা শর্মা অভিনীত ‘সুলতান’। ফলে ‘দঙ্গল’ নিয়ে অনেকেরই সংশয় ছিল। কিন্তু মুক্তির পর সব আশঙ্কাকে উড়িয়ে দিয়েছে ছবিটি।

ছবিটির প্রশংসা মুখে মুখে ছড়িয়ে পড়ছে। ফলে পরবর্তী দিনগুলোতেও বক্স অফিসে ভালো সাড়া পেতে পারে। নতুন ইংরেজি বছর সামনে থাকায় ছবিটি উৎসবের সময়ও পেয়ে যাবে।

ব্যক্তিগতভাবে শত কোটি ‍রুপি আয় করা পঞ্চম ছবি এটি। বলিউড বিশ্লেষকরা অপেক্ষায় আছেন, আমিরের সর্বোচ্চ আয় করা ছবি ‘পিকে’-কে ছাড়িয়ে যেতে পারে কিনা তা দেখার জন্য। ‘পিকে’ ৩০০ কোটি রুপি আয় করেছিল।

এছাড়া আমিরের কোনও ছবির জন্য এক সপ্তাহে সর্বোচ্চ আয় এটা। এছাড়া এ বছরের সর্বোচ্চ আয় করা ছবির তালিকাতেও চলে এসেছে।

‘দঙ্গল’ ছাড়া আমিরের যেসব ছবি শত কোটি আয় করেছে সেগুলো হলো, গজিনি (২০০৮), থ্রি ইডিয়টস (২০০৯), ধুম থ্রি (২০১৩) ও পিকে (২০১৪)।

অবশ্য মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয় করতে পারেনি‘ দঙ্গল’। এক্ষেত্রে দাঙ্গালের চেয়ে এগিয়ে রয়েছে সালমানের ‘সুলতান’।  তবে অস্ট্রেলিয়ায় হিন্দি ছবির মুক্তির দিন সবচেয়ে আয় করেছে ‘দঙ্গল’। দেশের বাইরে ছবিটি আয় করেছে সাড়ে আটাশ কোটি রুপি।

এমনকি, বলিউড সংশ্লিষ্টরা মনে করছেন, ‘দঙ্গল’-এর এমন অভাবনীয় সাফল্যের পর এমন ছবি নির্মাণের দিকেই ঝুঁকতে পারেন নির্মাতারা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ