X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘যযাতি’ নিয়ে কলকাতায় ‘সময়’

বিনোদন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৬, ০০:০৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১২:৫৮

‘যযাতি’ নিয়ে কলকাতায় ‘সময়’ ‘শেষ সংলাপ’-এর পর আরও একটি নাটকের আন্তর্জাতিক উদ্বোধনী মঞ্চায়ন করতে যাচ্ছে ঢাকার অন্যতম নাট্যদল সময়।

অনীক আয়োজিত ১৮তম ‘গঙ্গা-যমুনা নাট্যোৎসব’-এ এবার সময় পরিবেশন করবে তাদের ৩০তম প্রযোজনা ‘যযাতি’। উৎসবে যোগ দিতে ২৮ ডিসেম্বর ২৫ সদস্যের একটি দল কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছে বলে দলসূত্রে জানা গেছে। ২৯ ডিসেম্বর একাডেমি অব ফাইন আর্টস মঞ্চে ‘যযাতি’ নাটকটির প্রদশর্নী হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে নাটকটির নির্দেশক ও দলপ্রধান আকতারুজ্জামান জানান, ইতোমধ্যে ঢাকায় যযাতি’র দু’টি কারিগরি মঞ্চায়ন হয়েছে যথাক্রমে ২১ ও ২৪ ডিসেম্বর শিল্পকলা একাডেমি মঞ্চে। সেই অর্থে যযাতি’র প্রথম ও আন্তর্জাতিক প্রদর্শনী হচ্ছে কলকাতায়।  
প্রখ্যাত নাট্যকার গিরিশ কারনাডের ‘যযাতি’ নাটকটির ভাষান্তর করেছেন সলিল চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। পঙ্কজ নিনাদের মঞ্চ পরিকল্পনায় নাটকটির আবহসংগীত পরিকল্পনা করেছেন ইউসুফ হাসান অর্ক। পোষাক পরিকল্পনা করেছেন মানসুরা আক্তার লাভলী এবং আলোক পরিকল্পনা করেছেন আলমগীর হোসেন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ফখরুল ইসলাম, রুমা, মানসুরা আক্তার লাভলী, আব্দুল্লাহেল বারী, সুনীতা বড়ুয়া এবং ইশরাত নিগার লাজ।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)