X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
ফিরে দেখা- ২০১৬

নাট্যাঙ্গনের ১২ ঘটনা

বিনোদন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৬, ০০:০৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ০০:০৬

নাটক ছাড়াও নানা কারণে বেশ আলোচিত ছিল ২০১৬ সালের নাট্যাঙ্গন। আন্দোলন, নির্বাচন ও নিষিদ্ধ- এই ত্রয়ী ঘটনায় বেশ সরব ছিলেন নাট্যকর্মীরা। নিচে তুলে ধরা হলো আলোচিত ১২টি ঘটনা।

শিল্পীদের সবচেয়ে বড় সমাবেশ... রাজপথে শিল্পীরা

আন্দোলনের দানাবাঁধে মূলত বেসরকারি চ্যানেল দীপ্ত টিভিতে বাংলায় ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক ‘সুলতান সুলেমান’ নিয়ে। এরপর এটিসহ চারটি ও দ্বিতীয় দফায় আরও ৮টি দাবি নিয়ে রাস্তায় নেমেছে টিভি শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। তাদের নিজস্ব সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত জোট এফটিপিও এই আন্দোলনের নেতৃত্ব দেয়। গত ৩০ নভেম্বর শহীদ মিনারের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ করে তারা। এরপর দীপ্ত ও একুশে টিভির সামনে অবস্থানসহ বেশ কিছু কর্মসূচি তারা পালন করেছে। বিস্তারিত

বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন

এফটিপিওর অন্যতম দাবি ছিল ডাউনলিংকের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ করা। সরকারের হস্তক্ষেপে সেটি বন্ধ হয়েছে। নাট্যসংগঠনগুলোর ধারাবাহিক আন্দোলনের ফসল এই একটিই।

গাজী রাকায়েত ও এস এ হক অলিক। ডিরেক্টরস গিল্ডের নির্বাচন

২২ জুলাই টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড নির্বাচন হয়। এতে সভাপতি পদে গাজী রাকায়েত এবং সাধারণ সম্পাদক পদে এস এ হক অলিক নির্বাচিত হন। প্রায় সাত বছর পর ছোটপর্দার নাট্যনির্মাতাদের এ সংগঠনের নির্বাচন অনু্ষ্ঠিত হয়। বিস্তারিত

সারিকা। ছবি: রিপন। সারিকার ফেরা
চলতি বছরের রোজার ঈদে সারিকা ‘স্টাইলচেক’ নামের একটি অনুষ্ঠানে অংশ নেন। তখন থেকেই তিনি অভিনয়ে ফিরবেন কী ফিরবেন না সে নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। এরপর ঈদুল আজহায় তাকে বিশেষ একটি নাটকে দেখা যায়। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের এ নাটকের নাম ‘আমি তুমি’। এরপর আরও বেশ কয়েকটি নাটকে তাকে দেখা গেছে। যার বেশিরভাগেরই সহশিল্পী ছিলেন ইমন। বিস্তারিত

প্রসূন আজাদ। ছবি: সাজ্জাদ হোসেন নিষিদ্ধ প্রসূন আজাদ

অভিনেত্রী-নির্মাতা রোকেয়া প্রাচীর অভিযোগের ভিত্তিতে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ তারকা প্রসূন আজাদকে এক বছরের জন্য নাটক ও টেলিছবিতে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ডিরেক্টরস গিল্ড। তবে তাদের ভাষ্য এমন- তারা প্রসূনের সঙ্গে এক বছর কাজ করবেন না। তাকে বয়কট করবেন। রোকেয়া প্রাচী নির্মিত একটি নাটকের স্পটে যাওয়া নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত। এরপর প্রসূন নাম উল্লেখ না করে বিষয়টি নিয়ে ফেসবুকে লেখেন। পরবর্তী সময়ে প্রসূনের নাম উল্লেখ করে বিষয়টি মিডিয়ার সামনে আনেন। বিস্তারিত

মিথিলা মিথিলার অর্জন

অভিনেত্রী মিথিলা; বিশ্ববিদ্যালয়ে তিনি রাফিয়াত রশিদ খান। ক্যারিয়ার শুধুই সাফল্যে ভরা। সেই সাফল্যের পালকে যোগ হলো আরও এক অনন্য সাফল্য।

মিথিলা ২০১৪-১৬ শিক্ষাবর্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব অ্যাডুকেশনাল ডেভেলপমেন্ট থেকে আরলি চাইল্ডহুড বিষয়ে স্নাতকোত্তর করেছেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তিনি সর্বোচ্চ গ্রেড পেয়েছেন, গ্রেড ৪-এ ৪।

চলতি মাসে বিশ্ববিদ্যালয় ব্রাক’র ১১তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষামন্ত্রীর হাত থেকে স্বর্ণ পদক লাভ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় অভিনেত্রী-সমাজসেবী শাবানা আজমি।

আলোচিত-সমালোচিত নাটক

চলতি বছরের সবচেয়ে আলোচিত নাটকের অন্যতম শাফায়েত মনসুর রানার ‘এক্স ওয়াই জেড’ ও ‘লাইক অ্যান্ড শেয়ার রিলোডেড’। দুটি নাটকেরই সিক্যুয়েল হয়েছে। প্রথমটির গল্প কিছুটা থ্রিলার ধরনের। আর পরের নাটকটি ব্যঙ্গাত্মক। তবে পরের নাটকটি ছিল দেশের নাটকের বিচারের একেবারের ভিন্ন। কারণ এতে মিডিয়ার বেশ কয়েকজন ব্যক্তিদের নিয়ে প্যারোডি করা হয়। এতে সংগীত, নাটক ও চলচ্চিত্রের বেশ কয়েকজন তারকাদের নিয়ে মজা করা হয়। যার ফলে অনেক তারকাই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। নাটক দুটিতেই অভিনয় করেছেন শাফায়েত ও জন।

নাটকটি দেখুন:

জাহিদ হাসানের বেয়াইন সাব

নাটকে তুখোড় অভিনেতা জাহিদ হাসান। তার অনন্য অভিনয়ের রেশটা পেয়েছে চলচ্চিত্র অঙ্গনও। পরিচালক হিসেবেও মন্দ কী! আর চলতি বছর আরও নতুনভাবে পেয়েছেন তার ভক্তরা। প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের নির্মিত সে গানের নাম- বেয়াইন সাব। প্রীতম হাসানের সুর-সংগীতে এর গায়ক তার বড় ভাই প্রতীক হাসান। দুজনই গানটির কথা লিখেছেন। ২৩ নভেম্বর গানটির দৃশ্যধারণে অংশ নেন জাহিদ। বিস্তারিত

জাহিদ হাসানের বেয়াইন সাব ঈশানার বিরুদ্ধে মামলা

চলতি বছর মামলার ‘গ্যাঁড়াকলে’ পড়েন অভিনেত্রী ও মডেল ঈশানা। পরে অবশ্য মামলা থেকে অব্যাহতি পান তিনি। তার বিরুদ্ধে দায়ের হওয়া প্রযোজক অভিনেতা মারুফ খানের মানহানি মামলার অভিযোগ থেকে পরে অব্যাহতি পেয়েছেন তিনি।

গত ২৫ জুলাই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ঈশানাকে অব্যাহতি দেয় বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক। ২৩ নভেম্বর মানহানির মামলা থেকে খালাস পান তিনি। বিস্তারিত

নির্বাচনি প্রার্থী জ্যোতি

ময়মনসিংহ-৩ এর গৌরিপুর আসনের জন্য উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ১৫ জুন সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের ধানমণ্ডিস্থ কার্যালয় থেকে মনোনয়ন পত্রও সংগ্রহ করেন। তবে শেষ পর্যন্ত দলীয় সমর্থন পাননি তিনি। ১৬ জুন গণভবন থেকে চূড়ান্ত সিদ্ধান্তে তাকে বলা হয়, আগামীর জন্য প্রস্তুত হতে। বিস্তারিত

স্টার প্লাসে ‘আজ রবিবার’ আজ রবিবার বিতর্ক

১ অক্টোবর থেকে ভারতের জনপ্রিয় টিভি চ্যানেল স্টার প্লাস-এ সম্প্রচার শুরু হয় বাংলাদেশের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘আজ রবিবার’–এর। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় ১৯৯৬ সালের শেষ দিকে এই নাটকটি প্রথম প্রচার হয়েছিল বিটিভিতে। বছর দশেক আগে একই নাটক ফের প্রচার হয়েছিল বেসরকারি টিভি চ্যানেল আইতে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বিতর্ক হয়। বিস্তারিত

‘ভোগ’ প্রচ্ছদে পিয়া (ডানে)। পিয়ার ভোগ

বিশ্বখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা মিলেছে বাংলাদেশের মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়াকে। ৭ নভেম্বর সকালে বিষয়টি পিয়া নিজেই জানান দেন ফেসবুকে। ম্যাগাজিনটির মুম্বাই সংস্করণের অক্টোবর ২০১৬ সংখ্যার প্রচ্ছদে তিনিসহ বিশ্বের আরও পাঁজ জন সেরা মডেলের ছবি স্থান পেয়েছে।
‘সেলিব্রেটিং বিউটি ইন ডাইভারসিটি’ শিরোনামে ম্যাগাজিনটির নবম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে এই সংখ্যাটি প্রকাশ পায়। বিস্তারিত

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী