X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চলে গেলেন কিংবদন্তি অভিনেতা ওম পুরি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৭, ১১:১০আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১৩:০৮
image

ওম পুরি
চলে গেলেন পদ্মশ্রীজয়ী ভারতীয় অভিনেতা ওম পুরি। শুক্রবার ( ৬ জানুয়ারি) সকালে মুম্বাইয়ের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার জীবনাবসান হয় বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
১৯৫০ সালে হরিয়ানার আম্বালায় জন্মগ্রহণকারী ওম পুরি পুনেতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটে পড়াশোনা করেন। দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামারও ছাত্র ছিলেন ওম পুরি। তার সহপাঠী ছিলেন নাসিরুদ্দিন শাহ। ১৯৭৬ সালে মারাঠি ছবি ‘ঘাসিরাম কোতয়াল’-এ দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন ওম পুরি।

তার অভিনীত সাড়া জাগানো ছবিগুলোর মধ্যে রয়েছে ‘অর্ধসত্য’, ‘আরোহন’, ‘দ্রোহকাল’, ‘জানে ভি দো ইয়ারো’, ‘পার’ প্রভৃতি।
দুবার জাতীয় পুরস্কার পেয়েছেন এবং ১৯৯০ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন এ অভিনেতা। চলচ্চিত্রের পাশাপাশি মঞ্চেও অভিনয় করতেন তিনি।
কিংবদন্তি এ অভিনেতার মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মৃত্যুর খবরে চলচ্চিত্র জগতেও শোকের ছায়া নেমে এসেছে। অনুপম খের, অক্ষয় কুমার, কমল হাসানসহ অনেকে শোক জানিয়ে টুইট করেছেন।

সূত্র: এনডিটিভি, বিবিসি
/এফইউ/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না