X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তাইরে নাইরে: ৪ দিনে ২ লাখ!

বিনোদন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৭, ১৭:১৬আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১৮:১৩

আয়েশা মৌসুমী একটু খটকা লাগার কথা। মাত্র চার দিনে একজন নতুন কণ্ঠশিল্পীর গানের ভিউ দুই লাখ হয় কেমন করে!

তাও আবার কোনও প্রতিষ্ঠানের জনপ্রিয় ইউটিউব চ্যানেলে নয়, সরাসরি নিজের অ্যাকাউন্টেই পোস্ট করেছেন গানটি।
খটকার কিছু নেই, তাই ঘটেছে এবার। ২ জানুয়ারি ইউটিউবে গান প্রকাশ করে ৬ জানুয়ারি দুপুর নাগাদ সেটির ভিউ দুই লাখ দশে ছুঁই ছুঁই করছে।  
শফিক তুহিনের কথা-সুর নিয়ে গ্ল্যামারাস কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমীর এই আলোচিত গানের নাম ‌‘তাইরে নাইরে’। গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন জেকে মজলিশ। আর ভিডিওটি নির্মাণ করেছেন ইয়ামিন এলান।
গানটির অন্তর্জাল সফলতা প্রসঙ্গে স্টেজ শো মাতানো পপ ঘরানার আয়েশা মৌসুমী বলেন, ‘তুহিন ভাইয়ের সার্বিক সহযোগিতায় ভালো একটি গান হয়েছে। শ্রোতা-দর্শকদের কাছ থেকে গেল চার দিনে যে সাড়া পেয়েছি সেটা কল্পনাও করিনি। সত্যি বলতে ছোট্ট সংগীত ক্যারিয়ারে এই গানটিকে আমার বাঁক বদল হিসেবেই ধরে নিলাম। এই ধারা অব্যাহত রাখতে চাই।’
শফিক তুহিন ও আয়েশা মৌসুমী এদিকে গেল কয়েক বছর ধরেই নিয়মিত নতুন শিল্পীদের সমর্থন দিয়ে সফলতার আলোয় নিয়ে আসছেন শফিক তুহিন। নতুন বছরে যার প্রথম উদাহরণ আয়েশা মৌসুমী।
নতুন সফলতা প্রসঙ্গে তিনি বলেন, ‘মৌসুমীর কণ্ঠটা রক-পপ প্যাটার্নের। স্টেজ পারফর্মার হিসেবেও সে এখন অনেক জনপ্রিয়। গানটি সে গেয়েছেও অসাধারণ। গানের মতোই ভিডিওটি নির্মাণ হয়েছে। আসলে ব্যাটে-বলে মিলে গেলে ছক্কা হবে- এটাই তো স্বাভাবিক। নাকি না?’  
গানটির লিংক রাখা আছে নিচে:

/এমএম/

সম্পর্কিত
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’