X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

লন্ডনে 'আয়নাবাজি'র প্রদর্শনী শুরু

তানভীর আহমেদ, লন্ডন
০৭ জানুয়ারি ২০১৭, ০৬:৩৭আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৪:০৭

লন্ডনে 'আয়নাবাজি'র প্রদর্শনী শুরু বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, অষ্ট্রেলিয়া ও ফ্রান্সে ‘আয়নাবাজি’র পর যুক্তরাজ্যেও ছবিটির প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হলো। ৭ জানুয়ারি লন্ডনের বলইয়েন প্রেক্ষাগৃহে শুরু হয় চলচ্চিত্রটির প্রদর্শনী। চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।

যুক্তরাজ্যে 'আয়নাবাজি' প্রদর্শনীর উদ্যেক্তা প্রতিষ্ঠান ‘এ সেভেন এইট সিক্স স্টুডিও’র স্বত্ত্বাধিকারী ইমরান রহমান বাংলা ট্রিবিউনকে জানান, '‘দীর্ঘদিন পর বাংলাদেশে 'আয়নাবাজির' মতো ভালো চলচ্চিত্র নির্মাণ হয়েছে। ভালো ছবি দেখতে না পারার হতাশা থেকে দর্শকরা যখন সিনেমা হল বিমুখ হয়ে পড়েছিলেন। এ চলচ্চিত্রটি দর্শকদের হলমুখী করেছে।’’

তিনি আরও বলেন, ‘‘আয়নাবাজি’ বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য নতুন একটি যুগের সূচনা করেছে। সেই তাগিদ থেকে বৃটেনের দর্শকদের জন্য ছবিটি প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে।’’

ছবির প্রযোজক প্রতিষ্ঠানের প্রতিনিধি নাজির আলম বলেন, ‘‘চলচ্চিত্রের মাধ্যমে সমাজে ইতিবাচক ধারণার জন্ম দেওয়া যায়। 'আয়নাবাজি' এমন একটি চলচ্চিত্র যারা মাধ্যমে বৃটেনে বাঙালি নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি সম্পর্কে ইতিবাচক ধারণা দেওয়া সম্ভব।’’

উদ্যেক্তারা জানিয়েছেন, প্রতিদিন সন্ধ্যা ৭টায় একটি করে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রথমদিনে হলের ধারণ ক্ষমতার দুই  শ’ টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। আগামী ৮ ও ৯ তারিখের দর্শনীর টিকিটের নম্বর থেকে লটারির মাধ্যমে একজন করে দর্শক নির্বাচন করা হবে; যারা 'আয়নাবাজি'র শিল্পী ও প্রযোজকদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না