X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
বাংলা ট্রিবিউন লাইভ

না, অভিনয়ের ইচ্ছে নেই: ইমরান

বিনোদন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৭, ০০:০৪আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৬:১৩

ইমরান মাহমুদুল: ছবি: সাজ্জাদ হোসেন/বাংলা ট্রিবিউন ইমরান। গান প্রতিযোগিতা থেকে উঠে আসা এই শিল্পী এখন দেশের অন্যতম জনপ্রিয় তারকা। নিজের গায়কির পাশাপাশি সংগীত পরিচালক হিসেবেও সমাদৃত।

এই সংগীত পরিচালক-গায়ক এবার আড্ডায় মেতেছিলেন বাংলা ট্রিবিউন পাঠকদের সঙ্গে। জনপ্রিয় অভিনেত্রী ও বাংলা ট্রিবিউন-এর হেড অব মার্কেটিং বন্যা মির্জার সঙ্গে অতিথি হয়ে ছিলেন রবিবার (৮ জানুয়ারি) বিকাল ৪টা থেকে সরাসরি আলাপে।
‘সেলেব্রিটি শো উইথ বন্যা মির্জা’ নামের লাইভ অনুষ্ঠানে ইমরান কথা বলেন তার কাজ ও প্রাসঙ্গিক সব বিষয় নিয়ে। গিটার হাতে গানও শুনিয়েছেন দর্শক-পাঠকদের।
অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালক বন্যা জানতে চান, ইমরান তার জনপ্রিয়তাকে কীভাবে দেখেন!
ইমরানের ভাষ্য ছিল এমন, ‘আমি কাজের মূল্যায়নকে প্রাধান্য দেই। এখানে শ্রোতাদের সঙ্গে যে যোগাযোগ- এটাই বড় পাওয়া। আমি কতটা যোগাযোগ করতে পারছি সেটাকেই আমি মূল্যায়ন করি। এমন নয় যে আমার ফেসবুকে অনেক লাইক, কমেন্ট আসলো সেটাকে মাপকাঠি হিসেবে ধরে নিলাম।’
বন্যা: গত বছর বেশ ভালো একটি সময় গেছে সংগীতাঙ্গনের জন্য। তুমিও নিশ্চয়ই ভালো সাড়া পেয়েছ?
ইমরান: হ্যাঁ, সব মিলিয়ে গত বছরটা বেশ ভালো গেছে। অনেক সাড়া পেয়েছি। অডিও-সিনেমার কাজ করেছি। বেশ ভালো।
অনুষ্ঠানের ফাঁকে বন্যা মির্জা-ইমরানের সেলফি বন্যা: আর চলতি বছর?
ইমরান: আমি আসলে প্ল্যান করে কাজ করি। এ বছরও বেশ কিছু কাজ আসবে। সবার ভালো লাগবে আশা করি।
ফেসবুকে একাধিক পাঠক প্রশ্ন করেন, ইমরান নাটক ও সিনেমায় কবে আসবেন? জবাবে একগাল হেসে বলেন, ‘না, অভিনয়ের ইচ্ছে নাই। গান নিয়েই থাকতে চাই।’
রবিবার বিকাল ৪টায় বাংলা ট্রিবিউন কার্যালয় থেকে প্রচারিত সরাসরি এ অনুষ্ঠানটির পুরো আলাপ এখন দেখতে পারবেন বাংলা ট্রিবিউনের ইউটিউব চ্যানেলে।
দেখুন ‘সেলিব্রেটি শো ইইথ বন্যা মির্জা’র নতুন এ পর্বটি:

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!