X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ডয়েচে ভেলের ‘অন্বেষণ’ আরটিভিতে

বিনোদন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৭, ১৮:০২আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৮:২৩

(বাঁ থেকে) রৌহাম মনজুর, মাইকেল শুল্টহাইস, টোবিয়াস গ্রোটে-বেভারবোর্গ, সৈয়দ আশিক রহমান জার্মানভিত্তিক বিশ্বখ্যাত সংবাদমাধ্যম ডয়েচে ভেলে বিজ্ঞান ও প্রযুক্তির অনুষ্ঠান ‘অন্বেষণ’ আরটিভিতে প্রচার হবে। ১২ জানুয়ারি থেকে বাংলায় দেখা যাবে অনুষ্ঠানটি।
বিষয়টি নিয়ে সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ডয়েচে ভেলের দক্ষিণ এশিয়ার ডিস্ট্রিবিউশন এক্সিকিউটিভ টোবিয়াস গ্রোটে-বেভারবোর্গ বলেন, ‘বাংলাদেশে ডয়েচে ভেলের জন্য এটি আরেকটি মাইলস্টোন। ৪০ বছরেরও বেশি সময় ধরে আমরা বাংলায় অনুষ্ঠান প্রচার করে আসছি। এবং স্থানীয় বিষয়কে গুরুত্ব দিয়ে টিভিতে অনুষ্ঠান প্রচার করেছি। বাংলাদেশসহ এই অঞ্চল সাংস্কৃতিক আদান-প্রদানের জন্য আমাদরে কাছে খুবই গুরুত্বপূর্ণ।’
জার্মানির ডেপুটি হেড অব মিশন মাইকেল শুল্টহাইস বলেন, ‘জার্মান-বাংলাদেশের সম্পর্ক নতুনভাবে শুরু হলো আজ থেকে। আমরা বিজ্ঞান, লাইফস্টাইল নিয়ে নিয়মিত বিভিন্ন দেশে কাজ করে আসছি। বাংলাদেশে আরটিভিকে পার্টনার হিসেবে পেয়ে আমরা সবাই খুব গর্বিত। আশা করি, এই সম্পর্ক দিনে দিনে আরও ভালো হবে।’

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান জানান, বিনোদন, জনসচেতনতাসহ নানা দিক নিয়ে কাজ করছে আরটিভি। ‘অন্বেষণ’ সেখানে একটি নতুন সংযোজন।
‘অন্বেষণ’ অনুষ্ঠানের মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি,পরিবেশ ও জীবনযাপনের নানাদিক তুলে ধরা হবে। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা০৫ মিনিটে এবং রোববার রাত ১টা৪০ মিনিটে আরটিভিতে দেখা যাবে এটি।

ডয়েচে ভেলের বাংলাদেশ মিডিয়া পার্টনার অনলাইন নিউজপেপার বাংলা ট্রিবিউন।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!