X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এবার দর্শক-শ্রোতাদের নিয়ে সংগঠন

বিনোদন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৭, ১৭:২১আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৭:৪৬

আহ্বায়ক শহিদুল আলম সাচ্চু মিডিয়ায় চলছে সংগঠন তৈরি এবং আন্দোলনের মৌসুম। বিশেষ করে টেলিভিশনকেন্দ্রিক প্রায় সবগুলো সংগঠনই বেশ সচল এখন। সেই ধারাবাহিকতায় এবার গঠিত হচ্ছে চলচ্চিত্র-টেলিভিশন-রেডিওর দর্শক-শ্রোতাদের নিয়ে একটি সংগঠন।
অ্যাসোসিয়েশন অব ফিল্ম-টেলিভিশন ভিউয়ার্স অ্যান্ড রেডিও লিসেনার্স নামের এই সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে কাল বুধবার (১১ জানুয়ারি) শহরের মুক্তিযোদ্ধা জাদুঘর থেকে। এদিন সকাল ১১টার দিকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে। একইসঙ্গে জানানো হবে, এটি গঠনের কারণ এবং আগামীর কার্যক্রম।
আজ, মঙ্গলবার বিকালে বাংলা ট্রিবিউনকে এমনটাই জানান সংগঠনটির আহ্বায়ক বিশিষ্ট অভিনেতা-নির্মাতা শহিদুল আলম সাচ্চু।
তিনি বলেন, ‘গণমাধ্যমসমূহের মূল অংশীদার হচ্ছেন দর্শক-শ্রোতারা। বাংলাদেশের দর্শক-শ্রোতাদের সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য কোনও প্ল্যাটফর্ম অদ্যাবধি গড়ে ওঠেনি। ফলে একদিকে যেমন তাদের চাহিদা, মতামত ইত্যাদি সংশ্লিষ্ট অন্যান্য অংশীদারদের নিকট যথাযথভাবে উপস্থাপন করা যাচ্ছে না, তেমনি দর্শক-শ্রোতাদের অধিকার ও দায়িত্ববোধের কাঙ্ক্ষিত উন্নতিও ঘটছে না। আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং স্ব স্ব দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র, টেলিভিশন এবং রেডিওর হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে আরও উন্নয়ন ঘটানো সম্ভব। এজন্য সংশ্লিষ্ট সকলের মতো দর্শকদেরও সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন। তাই দেশব্যাপী দর্শক-শ্রোতাদের সার্বজনীন ও গ্রহণযোগ্য একটি সংগঠন এই সময়ে খুবই অপরিহার্য।’
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!