X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

হ্যাপীর জন্য লাকী!

বিনোদন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৭, ১৬:১৫আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৬:৫৫

‘গানের ফেরিওয়ালা’র অনুষ্ঠানে লাকীসহ অন্য শিল্পীরা
শিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দ দু’ বছর ধরে ফুসফুস ক্যানসারে ভুগছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালে চলছে তার চিকিৎসা। তবে এ অবস্থায় গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় এসেছিলেন একটি অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে।
আর কারণটাও বেশ আবেগের। কারণ অ্যালবামে আছে তার ভাই অকাল প্রয়াত হ্যাপী আখন্দের একটি গান। ‘গানের ফেরিওয়ালা’ নামের এ অ্যালবামে হ্যাপী ছাড়াও আছে প্রয়াত বরেণ্য বেশ কয়েকজন শিল্পীর গান।
তারা হলেন-রবীন্দ্রনাথ ঠাকুর, আজম খান, নিলয় দাস, জাফর ইকবাল, জুয়েল, শেখ ইশতিয়াক। অ্যালবামের গায়ক তানভীর শাহীন।

অনুষ্ঠানে লাকী ছাড়াও আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী তপন চৌধুরী, মাকসুদুল হক, ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, দিলরুবা খান, জানে আলম, লাবু রহমান ও রুমেলসহ অনেকে।
তারা সবাই শিল্পীকে শুভাশীষ জানিয়ে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন।
শিল্পী তানভীর জানান, অ্যালবামে তার একটি মৌলিকসহ ৯টি গান রাখা হয়েছে। গানগুলো হলো- নীল নীল শাড়ি, দূরে চলে গেলে যদি, ভালোবাসা যদি, নীলাঞ্জনা, এক ডালি ফুল, ও চাঁদ সুন্দর, সেই যে চলে গেলে, সহেনা যাতনা ও গানের ফেরিওয়ালা।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা