X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘দূরে থেকেও দলের সঙ্গেই আছি’

ওয়ালিউল মুক্তা
১৩ জানুয়ারি ২০১৭, ১৪:২৭আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১৯:৩২

রোমেল খান। ছবি: সাজ্জাদ হোসেন/বাংলা ট্রিবিউন রোমেল খান। আশি-নব্বই দশকে সংগীতের ‘নায়ক’ বললে মোটেও ভুল হবে না। তখন তিনি অন্যতম জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের গায়ক ও গিটারিস্ট। কণ্ঠে যেমন দেখতেও ছিলেন তেমন, নায়কোচিত। এখনও তেমনই। ‘ফিডব্যাক’ নামে দেশের প্রথম ব্যান্ড অ্যালবাম তাদের হাত ধরেই এসেছে। প্রথম আরও অনেক কিছুর সঙ্গে এ শিল্পীর নাম জড়িয়ে আছে।

এ শিল্পী এখন দেশের বাইরে থাকেন। যুক্তরাষ্ট্রের আটলান্টায় থিতু হয়েছেন। কিছুদিন আগে দেশে ফিরেছেন। অবসর কাটানো ও গানের কিছু কাজ- এটাই মূলত উদ্দেশ্য। তবে মাঝে মধ্যে তাকে দেশের টিভি পর্দায় দেখা যায়। কারণ এমন-

‘আটলান্টায় বসে দেশের টিভি চ্যানেলে বন্ধুদের গান দেখলে আমার খুব মন খারাপ হয়। মাঝেমধ্যে খারাপ লাগাটা খুবই বেশি হয়। তখন নিজেই গান করার চেষ্টা করি। আর এ কারণেই সময় বের করে দেশে এসে বেশ কিছু কনসার্ট করে যাই। টিভিতেও গান করি।’ বললেন রোমেল।

রোমেল খান। ছবি: সাজ্জাদ হোসেন/বাংলা ট্রিবিউন প্রথমে জানিয়ে দিলেন তার দেশে আসার ‘আসল’ কারণগুলো। তবে কথার পিঠেই প্রশ্ন এঁকে দেওয়া, বিদেশে বসে কোন গানটা করলেন সর্বশেষ? ‘‘এ গানের নাম ‘প্রবাস কষ্ট’। নব্বই দশকের ২৪টি ব্যান্ড নিয়ে একটি মিশ্র অ্যালবাম হচ্ছে। নাম ‘আবার’। এটাতে থাকছে গানটি। আগামী ২১ ফেব্রুয়ারি অ্যালবামটি প্রকাশ হবে। আসলে গান তৈরির জন্য অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করে। কাউকেই সেভাবে দেইনি। এ উদ্যোগের কথা যখন শুনি, খুব ভালো লেগেছিল। তাই মেইলে গানটি পাঠিয়ে দিই। এটি বাজারে আনছে অলাভজনক প্রতিষ্ঠান আশিক মিউজিক।’’

গানের মাঝেই আছেন এ তারকা। কখনও নিজের গান তৈরি কখনও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কনসার্টে তাকে দেখা যায়।

রোমেল খান। ছবি: সাজ্জাদ হোসেন/বাংলা ট্রিবিউন রোমেল খান। ছবি: সাজ্জাদ হোসেন/বাংলা ট্রিবিউন ‘যখন ওখানে বসে কারও অনুষ্ঠান দেখি, আমার খারাপ লাগে। জেমস, বাপ্পাসহ আরও অনেকে আমেরিকায় যায়। বলে- আপনি এটা কী করলেন! আপনার আজ  অন্য কোথাও থাকার কথা ছিল। তখন খারাপ লাগে। ভাবি, এটা আমি কী করলাম। তবে গাইতে গাইতে খারাপ লাগে না। এই যে এখন দেশে এসেছি। এখনও দেশের শিল্পীদের সঙ্গে গান করছি। কয়েকটি টিভিতে গেয়েছি এবার। চলতি সপ্তাহে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী আপার সঙ্গে গাইলাম। তখনই নতুন একটি গানের কথা হলো।’ বললেন এ শিল্পী।
তার মানে এবার ব্যান্ডের বাইরে দ্বৈত গান! এমন কথায় সায় দিলেন রোমেল। বললেন, ‘ফাহমিদা আপা একটি গান পাঠিয়েছেন। আমার সুর ও সংগীত করার কথা। এটি দ্বৈত গান হবে। বেশ রোমান্টিক গান এটা। আশা করছি, শিগগিরই এর কাজ শেষ করতে পারব।’
রোমেল খানের গানের যাত্রা মূলত ৭৭ সালে। তখন সিম্ফনি নামের একটি ব্যান্ড গড়েন। এরপর ৮০ সাল থেকে ফিডব্যাকের সঙ্গে পথচলা। আশির দশকের একেবারে শেষ দিকে ‘রিফ্লেক্স’ নামে একটি ব্যান্ডেও যুক্ত ছিলেন । ১৯৯৫ সালে ‘আনচান করে মনটা’ নামে প্রথম এবং শেষ একক অ্যালবাম বের করেন। এরপরই পারিবারিক কারণে পাড়ি দেন আমেরিকা।
রোমেল খানের কণ্ঠে ফিডব্যাকের ‘দূর থেকে দূরে’:

দেশের প্রথম ব্যান্ড অ্যালবাম তিনি তৈরি করেন ফিডব্যাকের সঙ্গে যুক্ত হয়ে। সেসময় ব্যান্ডের সদস্যরা আন্ডারগ্রাউন্ড কনসার্টগুলো করতেন। শেরাটন, মেরি অ্যান্ডারসন, পুরবানী, সাকুরা- হোটেলগুলোতে ছিল তাদের পদচারণা। তখন রোমেলই একমাত্র ব্যান্ডশিল্পী, যিনি নিয়মিত বিটিভিতে গাইতেন। এরপর ফিডব্যাককে অ্যালবাম তৈরির প্রস্তাব দেয় প্রযোজনা প্রতিষ্ঠার সারগাম। শুরু হয়ে যায় তখন নিজেদের গান তৈরির কর্মযজ্ঞ।
রোমেল খান। ছবি: সাজ্জাদ হোসেন/বাংলা ট্রিবিউন রোমেলের ভাষ্য, ‘‘যখন ফিডব্যাক অ্যালবামের কাজ শুরু হলো, তখনই লেখার কাজ শুরু হলো। তবে এটুকু বলা যায়, কবিতা-সুর তো ভেতরে ছিলই, অ্যালবামের কাজ শরু হওয়ার পর তা যেন আমরা টের পেলাম। লিখতে বসলে কিছু একটা হয়ে যেত। অ্যালবামে আমার লেখা ও সুর করা বেশ কয়েকটি গান আছে। এরমধ্যে বেশ জনপ্রিয়তা পায় ‘এক ঝাঁক প্রজাপতি’, ‘ওই দূর থেকে দূরে, ও ‘সিপসা নদী’।’’
অনেক কিছুই তো আপনার অর্জন। তাহলে কেন দল ছেড়ে প্রবাসী হলেন- এমন প্রশ্ন স্মৃতিকাতর করে এ গিটারিস্ট-গায়ককে। বললেন, ‘‘আমি মূলত গিয়েছিলাম পারিবারিক এবং ব্যক্তিগত কিছু কারণে। এরপর আর সেভাবে ফেরা হয়নি। তবে আমি দেশে না থাকলেও দলের সঙ্গে কিন্তু আছি। দলটাকে ভেতর থেকে এখনও ধারণ করি। কারণে-অকারণে মিস করি। খারাপ লাগে। আবার দলের পুরনো কথাগুলো মনে হলে ভালোও লাগে। দলের জন্যও গান তৈরি করি। এই তো সেদিন ফিডব্যাকের জন্য ‘মেলা’ নিয়ে একটা গান তৈরি করলাম। ‘আইলো রে বৈশাখ, এলো নববর্ষের ডাক’- এমন কথা। হয়তো ফিডব্যাকের হয়ে এটি আমি গাইব বা অন্য কেউ। কিন্তু দূরে থেকেও দলের সঙ্গেই তো আছি। তাই না?’’
রোমেল খান। ছবি: সাজ্জাদ হোসেন/বাংলা ট্রিবিউন /এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!