X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চা’য়ের মেলায় গানে মাতোয়ারা

হাসনাত নাঈম
১৪ জানুয়ারি ২০১৭, ০০:০৬আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৮:০৪

চা মেলায় এক মঞ্চে গাইলেন তারা তিন জন এবারই প্রথম আয়োজিত হয়েছে ‘বাংলাদেশ টি এক্সপো ২০১৭’। দেশের চা শিল্পকে আরও প্রসারিত করার লক্ষ্যে বাংলাদেশ চা বোর্ড এ প্রদর্শনীর আয়োজন করেছে।

চা প্রদর্শনীর প্রথম সন্ধ্যায় (১২ জানুয়ারি) আয়োজন ছিলো সংগীতানুষ্ঠানের। এতে মেলায় আগত অতিথি-দর্শকদের গান শুনিয়ে মন মাতোয়ারা করেন দেশের অন্যতম তিন সংগীতশিল্পী ফাহমিদা নবী, পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার।

এদিন সন্ধ্যার একটু পরে সাউন্ড চেক শেষে রাত ৮টা ১৫ মিনিটে সব লাইট জ্বালিয়ে দর্শকদের স্বাগত জানিয়ে একসঙ্গে মঞ্চে উঠেন তারা তিন জন।

শুরু করেন বাপ্পা। এই শীত রাতে গাইলেন তার ক্যারিয়ারের অসাধারণ একটি গান ‘বৃষ্টি পড়ে’। এরপর ফাহমিদা নবীর ‘আকাশ হবো', পার্থর ‘ও বন্ধু তোকে’ গান গুলোর সঙ্গে দর্শকরা এক সুরে গাইতে লাগলেন। শ্রোতাদের সঙ্গে নিয়ে পালা করে তারা পাশাপাশি বসে গাইতে থাকেন একের পর এক জনপ্রিয় সব গান। এ বুঝি দৃষ্টিনন্দন চা মেলায় এসে গানের মধুর স্বাদ উপভোগ করার অমৃত সুযোগ।  

চা মেলায় এক মঞ্চে তারা তিন জন সবশেষ রাত পৌনে দশটায় ফাহমিদার কণ্ঠে ‘এক কাপ চা’ গানের মাধ্যমে শেষ হয় প্রথম দিনের সংগীত পরিবেশন।

এদিকে মেলার দ্বিতীয় দিন (১৩ জানুয়ারি) সন্ধ্যায় মঞ্চে ছিলো ওয়ারফেইজ-এর পরিবেশনা। সন্ধ্যা পৌনে আটটায় মঞ্চে উঠে দলের সদস্যরা।

‘প্রতীক্ষা’ গানটি দিয়ে শুরু হয় তাদের পরিবেশনা। মুহুর্তেই মঞ্চের সামনের খোলা জায়গা পরিপূর্ণ হয়ে যায় দর্শক-শ্রোতায়। একের পর এক গাইতে থাকে জনপ্রিয় গান। ‘অসামাজিক’, ‘এই সময়’, ‘নেই প্রয়োজন’, ‘মনে পড়ে’, ‘যতদূর’, ‘ধূঁপছায়া’, ‘মহারজা’সহ আরও অনেক গান।

দর্শক নেচে-গেয়ে, হাত উঁচিয়ে সাড়া দেয় ওয়ারফেইজকে। সবশেষ রাত সাড়ে ন’টায় ‘বসে আছি একা’ গানটি গেয়ে মঞ্চ ছাড়ে ওয়ারফেইজ।

‘বাংলাদেশ চা প্রদর্শনী ২০১৭’ এর তৃতীয় দিনে আজকের (১৪ জানুয়ারি) আয়োজনে সন্ধ্যা সাড়ে সাত’টায় মঞ্চ মাতাবে ‘শিরোনামহীন’ ব্যান্ড।

‘বাংলাদেশ টি এক্সপো ২০১৭’-এর মিডিয়া পার্টনার বাংলা ট্রিবিউন।

মঞ্চে ওয়ারফেইজ সদস্যরা /এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার