X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘গানওয়ালী’ নিয়ে অভিযোগ, শিরীনের ব্যাখ্যা

বিনোদন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৭, ১৭:৫৪আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ২০:১৫

ভিডিওতে শিরীন শিরীনের ‘গানওয়ালী’। তিন দিন বয়সী এই মিউজিক ভিডিওটি ইউটিউবে চলছে ভালোই। ভিউয়ার অতিক্রম করেছে দুই লাখ। এটা জনপ্রিয়তার পথে ভালো লক্ষন। যদিও আজ, শনিবার দুপুর নাগাদ অভিযোগ উঠেছে ভিডিওটি নিয়ে।

নির্মাতা সংস্থা উইন ৬৪ প্রোডাকশন লিখিত অভিযোগ করে জানিয়েছে, ভিডিওটির তথ্যভান্ডারে আসল পরিচালকের নাম বাদ দিয়ে শিরীন নিজের নাম ব্যবহার করেছে। যা, গুরুতর অন্যায় বলে মনে করছে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

আরও জানিয়েছেন, ভুল নয় বরং ইচ্ছাকৃতভাবে ভিডিওটির পরিচালক হিসেবে নিজের নাম ব্যবহার করেছেন ‘পাঞ্জাবীওয়ালা’খ্যাত এ শিল্পী।

প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রধান ও ভিডিওটির পরিচালক দাবি করা এস. ডি সাব্বির বলেন, ‘‘গত ১১ জানুয়ারি গানটি সিডি চয়েসের ব্যানারে ইউটিউবে প্রকাশিত হয়। এর পরিচালক আমি। অথচ তিনি এর পরিবর্তে নিজের নামে (শিরিন জাওয়াদ) আপলোড করেছেন! এমনকি ভিডিওর কোথাও দেওয়া হয়নি আমার নির্মাতা সংস্থা ‘উইন ৬৪ প্রোডাকশন’-এর নামও। যা দুঃখজনক।’’

ভিডিও শুটিংয়ে মনিটরের সামনে এস. ডি সাব্বির ও শিরীন এদিকে শিরীন এই দাবি কিংবা অভিযোগ অস্বীকার করেছেন বাংলা ট্রিবিউনের কাছে। জানিয়েছেন, এটি তার পরিকল্পনা ও পরিচালনাতেই নির্মিত হয়েছে।

তিনি বলেন, ‘‘আমি শুধু তার (এস. ডি সাব্বির) প্রযোজনা প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও লোকবল নিয়েছি। মূলত তার প্রোডাকশনের সহযোগিতা নিয়েছি। এ ভিডিওটি আমার টাকায় নির্মাণ হয়েছে। ভিডিওর পরিচালনাসহ সব কিছুই আমার। আমি নিজেও ভিডিও নির্মাণ করি। তাহলে তার নাম আমি কেন দেব! এটা ঠিক, কাজ চলাকালীন তিনি নিজে উপস্থিত থেকে আমাকে সহযোগিতা করেছেন। অনেক কিছুই দেখিয়ে দিয়েছেন। তাই ‘ছোট’ করে তার নামটাও দিতে চেয়েছিলাম, যদিও এটা তার প্রাপ্য নয়। তারপরও দিতে চেয়েছিলাম। কিন্তু তিনি শেষের দিকে ঝামেলা করায় তা আর দেওয়ার ইচ্ছে হয়নি।’’

‘ঝামেলা’র বিষয়টি জানতে চাইলে শিরীন বলেন, ‘এটা বললে তার সম্মানহানি হবে। তিনি আমার কাজিন ও আমার সঙ্গে চরম দুর্ব্যবহার করেছেন।’

দেখুন ভিডিওটি:

/এমআই/এমএম/

সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!