behind the news
Vision  ad on bangla Tribune

আবার একসঙ্গে ইমরান-পড়শী

বিনোদন রিপোর্ট২০:০৭, জানুয়ারি ১৪, ২০১৭

ইমরান ও পড়শী। ছবি: সংগৃহীতসময়ের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান ও পড়শী। ‘জনম জনম’, ‘জয় হবেই হবে’সহ দুজনের গাওয়া বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
সেই সূত্রে গানের জুটি হিসেবে বছর পাঁচেক আগে ভালোই নাম হয়েছিল দুজনের।
তবে অজানা কারণে গেল টানা চার বছর আর তাদের পাওয়া যায়নি একসঙ্গে। সেই বিরতি ভেঙে আবারও এক হলেন তারা। প্রস্তুত হচ্ছেন আসছে ভালোবাসা দিবসের জন্য।
রোমান্টিক তিন গানের একটি বিশেষ অ্যালবাম নিয়ে হাজির হচ্ছে এই ফেব্রুয়ারিতে।
ইমরান জানান, তিনটি গানই দ্বৈত। সবগুলোরই কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে ইমরান নিজেই। এরইমধ্যে একটি গানের কাজ শেষ। গানটির শিরোনাম ‘আবদার’।
বাকি গান দুটির রেকর্ডিং কয়েকদিনের মধেই সম্পন্ন হবে। সিডি চয়েসের ব্যানারে বাজারে আসবে অ্যালবামটি। অডিওর পাশাপাশি একটি গানের ভিডিও-ও আসবে একই সময়ে।
এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘পড়শী আর আমি যে কয়েকটি গানে কণ্ঠ দিয়েছি প্রায় সবগুলোই শ্রোতারা গ্রহণ করেছেন। এবার ভালোবাসার গান নিয়ে পুরো অ্যালবাম করছি আমরা। আশাকরি সবার ভালো লাগবে।’
পড়শী বলেন, ‘ইমরান ভাই এই সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক। তার সুর-সংগীতও সবাই বেশ পছন্দ করছে। তার ওপর জীবন মামার কথা! সব মিলিয়ে এই অ্যালবামটি বেশ জনপ্রিয়তা পাবে বলেই আমার বিশ্বাস।’
/এমএম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ