X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সুচিত্রার শেষ ইচ্ছে

বিনোদন ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৭, ০০:০২আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৬:৩১


সুচিত্রার কোলে ছোট্ট রাইমা ১৭ জানুয়ারি- ২০১৪, কলকাতার বেলভিউ হাসপাতাল। অশ্রুসিক্ত হাজারো ভক্ত তখন আকুল মহানায়িকার মহা প্রয়াণ সংবাদে। বছর তিনেক আগে আজকের দিনটিতেই সুচিত্রা সেন চলে যান পরপারে।

এখনও বাংলা চলচ্চিত্রের এ মধ্যমণিকে ঘিরে রয়েছে অনেক জানা-অজানা তথ্য। এ নায়িকা মৃত্যুর আগে তার শেষ ইচ্ছের কথা জানিয়েছিলেন। কী ছিল তা?
তার শেষ ইচ্ছের একটি ছিল নাতনি রাইমা সেনের বিয়ে। নানির পথ ধরেই তিনি এখন টলিউড ও বলিউডের নায়িকা।
সুচিত্রার সেনের মৃত্যুর পরপরই তার এ ইচ্ছের কথাটা প্রকাশ্য করেন রাইমা।
সাংবাদিকদের বলেন, ‘আমার বিয়েটা দেখে যাওয়ার ইচ্ছে ছিল তার। আমিও চেয়েছিলাম তার শেষ ইচ্ছাটা যেন পূরণ হয়। তা তিনি দেখে যেতে পারেননি।’
এ ইচ্ছেটা না হলেও তার আরও একটি চাওয়া পূরণ হয়।
জন্ম বাংলাদেশের পাবনায়, কর্ম ভারতের কলকাতায়। তাই সুচিত্রা চেয়েছিলেন এমন জায়গায় তার চিতাভস্ম ভাসানো হোক যেখানে দুই জায়গার পানি মেলে। সেই ইচ্ছের গুরুত্ব দিয়ে ঠিক করা হয় হরিদ্বারে গঙ্গায় সুচিত্রা সেনের চিতাভস্ম ভাসানোর হবে। তবে শীতকালে সেখানে পানি কম থাকে, তাই হরিদ্বারের পরিবর্তে বেনারসে গঙ্গাঘাটে ভাসানো হয় মহানায়িকার চিতাভস্ম; চিরসম্মান জানানো হয় তাকে। সুচিত্রা সেন (৬ এপ্রিল, ১৯৩১ - ১৭ জানুয়ারি, ২০১৪)
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…