X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রতারণা মামলায় পিএ কাজলের জামিন

সুনামগঞ্জ প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৭, ১৩:৩৯আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৭:২৬

পিএ কাজল ও জবান আলী সুনামগঞ্জের পল্লী বাউল জবান আলীর গান প্রতারণার মামলায় চলচ্চিত্র পরিচালক পূর্ণেন্দু আচার্য কাজল (পিএ কাজল) জামিন পেয়েছেন।

তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় সুনামগঞ্জ সদর জোন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক মোহাম্মদ শহীদুল আমিন তার জামিন মঞ্জুর করেন।

পল্লী বাউল জবান আলী বাদী হয়ে গত ২২ মে গান প্রতারণার অভিযোগে গীতিকার কবির বকুল ও চলচ্চিত্র পরিচালক পিএ কাজলকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, জবান আলী রচিত ‘প্রেমের মানুষ ঘুমাইলেও চাইয়া থাকে’ গানটি ব্যবহারের অনুমতি না নিয়ে ‘পিরিতির আগুন জ্বলে দ্বিগুণ’ সিনেমায় ব্যবহার করা হয়। যাতে গানের গীতিকার হিসেবে কবির বকুলের নাম ব্যবহার করা হয়।

এই প্রেক্ষিতে গেল ডিসেম্বরের প্রথম সপ্তাহে গ্রেফতা পরোয়ানা জারি হয় কবির বকুল ও পিএ কাজলের বিরুদ্ধে।

গত ৭ ডিসেম্বর গীতিকার কবির বকুল এ মামলায় জামিন পান। আর আজ ১৯ জানুয়ারি একই মামলায় জামিন পেলেন পিএ কাজল।

মামলার বাদী জবান আলী বলেন, ‘গীতিকার কবির বকুল ও পরিচালক পিএ কাজল আমার গানের স্বত্ব স্বীকার করেছেন আমাকে  স্বীকৃতি দিয়েছেন। সেই প্রেক্ষিতেই আদালত তাদের জামিন দেন।’

আসামিপক্ষের আইনজীবী বজলুল মজিদ চৌধুরী খসরু জানান, আসামি চলচ্চিত্র পরিচালক পিএ কাজল পল্লী বাউল জবান আলীর গানের স্বত্ব ও স্বীকৃতি দিয়েছেন। তাই আদালত তার জামিন দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী কামাল হোসেন বলেন, ‘এ মামলা দ্বারা প্রমাণিত হয়েছে গ্রামীণ জনপদের প্রত্যন্ত এলাকার বাউলদের গান অবৈধভাবে চলচ্চিত্র-অ্যালবামে ব্যবহার করে কেউ পার পাবে না। এই মামলার মাধ্যমে সেই দৃষ্টান্ত তৈরি হলো।’

/বিএল/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল