X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিটিভির প্রযোজনায় প্রথম ডেইলি সোপ

ওয়ালিউল মুক্তা
২১ জানুয়ারি ২০১৭, ১৭:৫৮আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৯:২০

বিটিভি’র লগো প্রথমবারের মতো দীর্ঘ ধারাবাহিক (ডেইলি সোপ) নির্মাণ ও প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের প্রথম বাংলা টেলিভিশন বিটিভি।
যা ইতোমধ্যে অনুমোদন করেছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদ। শিগগিরই এটি নির্মাণে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত এ টেলিভিশনটি তাদের পাঁচ দশকের ইতিহাসে প্রথমবারের মতো দীর্ঘ ধারাবাহিকে নাম লেখাতে চলেছে।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে টেলিভিশনটির অনুষ্ঠান বিভাগের উপমহাপরিচাক শুরথ কুমার সরকার বাংলা ট্রিবিউনকে এর সত্যতা স্বীকার করেন।
তিনি বলেন, ‘এটার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এর গল্প লেখা শুরু হবে। আর অন্য চ্যানেলের মতো সাধারণত বাইরের কেউ বিটিভি’র নিজস্ব নাটক-অনুষ্ঠান পরিচালনা করেন না। তাই আমাদের প্রযোজকদের মাধ্যমেই এটি পরিচালনা করার প্রক্রিয়া চলছে।’
এদিকে জানা গেল, প্রাথমিকভাবে দীর্ঘ ধারাবাহিকটির ১০৪ পর্বের দৃশ্যধারণ হবে। তবে এটি হাজার পর্বে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে বিটিভির।
দেশ এবং বিদেশের টিভি চ্যানেলে ডেইলি সোপ কিংবা দীর্ঘ ধারাবাহিকের বেশ জনপ্রিয়তা রয়েছে বলেই বিটিভি এমন নাটক নির্মাণ ও প্রচারের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!