X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
শুভ জন্মদিন নায়করাজ

‘খুব ইচ্ছে করছে কোথাও ঘুরে আসতে’

বিনোদন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৭, ০০:০৯আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৭:৩৫

খুব ইচ্ছে করছে কোথাও একটু ঘুরে আসতে.../ ছবি: সাজ্জাদ হোসেন নায়করাজ, তার জন্মদিন আজ। তাকে নিয়ে ভক্তকূলে তো থাকেই আলাদা কৌতূহল। এদিন কীভাবে কাটান বা কী করেন বাংলা ছবির সবচেয়ে ক্ষমতাধর এই নায়ক?

বাসায় অবশ্যই নানা আয়োজন থাকে। এবারও থাকবে। তিন ছেলে-ছেলের বউ, মেয়ে-মেয়ের জামাই, নাতি-নাতনি,সহধর্মিণী সবাইকে নিয়ে দিনটি কাটাবেন রাজ্জাক। এবার দেশের বাইরে থেকেও এসেছেন কয়েকজন আত্মীয়। তারও এ আয়োজনে সামিল হবেন। 

রবিবার দিবাগত রাত থেকেই বাসায় আলাদা আয়োজন থাকবে। তবে সেগুলোতে আগ্রহ খুব একটা নেই নায়ক রাজের। বললেন, ‘এবার খুব ইচ্ছে করছে বাইরে কোথাও থেকে ঘুরে আসতে। ছেলেদের বলেছি। এখন তো নাতি-নাতনিদের স্কুল চলছে। দেখি আগামী সপ্তাহে বন্ধের দিনে ঘুরতে যাব। বাংলাদেশেই, ঢাকার কাছে কোথাও যাব। জায়গাটা এখনও ঠিক করিনি।’

নিজের জন্মদিনকে ঘিরে রাজ্জাকের বক্তব্য এমন, ‘সবমিলিয়ে আল্লাহর রহমতে এই মুহূর্তে শারীরিকভাবে বেশ ভাল আছি। সবাই দোয়া করবেন যেন সবসময় সুস্থ থাকতে পারি, ভাল থাকতে পারি। জন্মদিনে আমার ভক্ত দর্শক, সহকর্মী সর্বোপরি চলচ্চিত্র পরিবারের সবার কাছে আমি দোয়া চাই। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।’

খানিক স্মৃতিকাতরও তিনি, ‘ছেলে-ছেলের বউ, মেয়ে-মেয়ের জামাই, নাতি-নাতনি, আমার সহধর্মিণী, সবই আছে আমার পাশে। কোনও কিছুরই অভাব নেই। কিন্তু সবকিছুর মাঝেও কোথায় যেন এক শূন্যতা অনুভব করি মাঝে মাঝে। আজ ভীষণ মনে পড়ছে বাবা-মা, ভাই-বোনদের কথা। আল্লাহ আমাকে যা দিয়েছেন ছোট্ট এই জীবনে আমি তাতেই সন্তুষ্ট। এক জীবনে সব মানুষ কি এত যশ প্রতিপত্তি পায়? পায় না। কিন্তু আমি পেয়েছি।’

নায়করাজ রাজ্জাক, সাম্প্রতিক/ ছবি: সংগৃহীত প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া নায়করাজ রাজ্জাকের জন্ম ১৯৪২ সালের আজকের এই দিনে (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের কলকাতা টালিগঞ্জে।

তার জন্মদিনে বাংলা ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা