X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাকেশের অভিমানে মুখ খুললেন শাহরুখ!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৭, ১৭:৫৯আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৮:২৭

রাকেশ ও শাহরুখের পুরনো দিনের ছবি ২০১৭ সালের বক্স অফিসে সবচেয়ে বড় লড়াই চলছে ‘রইস’ ও ‘কাবিল’কে ঘিরে। তবে এ লড়াইয়ের শুরু অনেক আগে থেকে। মুক্তির আগে থেকেই লড়াইয়ে জড়িয়ে পড়ে ছবি দুটি। আর ছবি মুক্তির দিন নিয়ে চলে কয়েক দফা সংঘর্ষ।
ওই সময়েই ক্ষোভ প্রকাশ করেছিলেন ‘কাবিল’ ছবির প্রযোজক ও হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশন। মুক্তির পর বলিউড ছাড়ারই হুমকিও দিয়েছিলেন এ বর্ষীয়ান অভিনেতা-পরিচালক। আর সে হুমকিটা বোধহয় কিছুটা কাজ এসেছে! কারণ রাকেশের সব অভিযোগ যার বিরুদ্ধে সেই ‘রইস’ ছবির নায়ক শাহরুখ খান মুখ খুলেছেন।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ‘কাবিল’ মুক্তির আগে পরিবেশকরা নিশ্চয়তা দিয়েছিলেন ছবি দুটি সমহারে প্রদর্শিত হবে। তবে মুক্তির পর দেখা যায়, ‘রইস’ ও ‘কাবিল’-এর প্রদর্শনের অনুপাত দাঁড়িয়েছে ৬০:৪০। এর ফলে রাকেশ মনে করেন তিনি প্রতারিত হয়েছেন এবং তাকে ধোঁকা দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাকেশ বলেন, ‘এজন্য আমি শাহরুখের সঙ্গে দেখা করি। তাকে ব্যাখ্যা করার চেষ্টা করি যে, আমরা উভয়েই এ ফাঁদে পড়তে যাচ্ছি। কারণ বক্স অফিসে ৩০০ কোটি রুপি ছাড়িয়ে না যাওয়ার সীমাবদ্ধতা রয়েছে। হয়তো তোমার (শাহরুখ) ছবি ১৭০ কোটি আয় করবে এবং আমারটা হয় ১৩০ কোটি। আমি তাকে আরও বলি যে, হৃত্বিক তোমার প্রতিদ্বন্দ্বী নয়। তোমার প্রতিদ্বন্দ্বী হলো সালমান ও আমির খান। ফলে এটাই ভালো যেন আমরা একে অপরের মুখোমুখি না হই এবং মুক্তির আলাদা দিন ঠিক করি।’ রইস ও কাবিল ছবির দৃশ্য
এরপর দ্য কুইন্টকে দেওয়া সাক্ষাৎকারে রাকেশ বলিউড ছেড়ে দেওয়ার হুমকি দেন। তিনি বলেন, ‘আমি চলচ্চিত্রের পুরনো যুগের মানুষ। আমাদের সময়ে লিখিত কোনও চুক্তির দরকার পড়ত না, মুখের কথাই যথেষ্ট ছিল। আর এখন, পরিবেশক ও প্রদর্শকরা তাদের প্রতিশ্রুতি পাল্টে ফেলেন। কোন চাপে তারা এটা করেন আমি জানি না। এতে আমি খুব আঘাত পেয়েছি। এধরনের অনৈতিক চর্চা যদি চালু থাকে তাহলে ছবি নির্মাণ করা ছাড়তে হবে আমাকে। এই পর্যায়ে এসে পিঠে ছুরিকাঘাত সহ্য করার মতো অবস্থা আমার নেই।’
রাকেশ রোশনের এমন বক্তব্যের জবাব দিয়েছেন কিং খান। শাহরুখের ভাষ্য, ‘আমি সবসময় বন্ধুত্ব ও বাণিজ্যকে আলাদা রাখি এবং আমার মনে হয় এটাই করা উচিত। তারা (রোশন পরিবার) আমার বন্ধু। আর  হৃত্বিক ও ‘কাবিল’ টিমের প্রতি আমার শুভেচ্ছা রয়েছে। আমি আশা করি, তাদের ছবি খুব ভালো ব্যবসা করবে।’
কাবিল-এর ট্রেলার:


রাকেশের প্রতি সমবেদনা জানিয়ে শাহরুখ বলেন, ‘আমার যদি বাবা থাকতেন তাহলে রাকেশজি’র সঙ্গে কথা বলতে পাঠাতাম। কিন্তু তিনি বেঁচে নেই।’

রইস-এর ট্রেলার:
 



 সূত্র: ডিএনএ।

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)