X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনার কবলে সভ্যতা

বিনোদন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৭, ১৭:৫২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৬

সভ্যতা সংগীতশিল্পী সভ্যতা সাধারণত বাইকে যাতায়াত করেন। তার প্রিয় স্কুটি চালিয়ে এই শহর ঘুরে বেড়ান গানের এই তরুণ প্রিয়মুখ।

হাসপাতালে প্লাস্টার করা সভ্যতার বাম পা গতকাল (সোমবার) সেই স্কুটিতেই দুর্ঘটনার শিকার হলেন তিনি। সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর কাকরাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
একটি ট্রাকের সঙ্গে সংগঠিত সে দুর্ঘটনায় সভ্যতার পায়ের দুটি হাড় ভেঙে গেছে। প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল ও পরে বেইলি রোডের মনোয়ারা হাসপাতালে নেওয়া হয় তাকে।
দুই হাসপাতালের জরুরী চিকিৎসার পর আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর নাগাদ তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।
সভ্যতার ভাই সংগীতশিল্পী সন্ধি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সভ্যতা স্কুটি থেকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে চালক ট্রাকটি থামিয়ে ফেললেও চাকা সভ্যতার পায়ের উপর উঠে যায়। ঠিক তখনই ট্রাকটি না থামলে হয়তো আরও বড় ক্ষতি হয়ে যেত। সে ট্রাকচালকই সভ্যতাকে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে আসেন।’
জানা যায়, দুর্ঘটনার সময় সভ্যতা স্কুটিতে একাই ছিলেন। একটি এফএম রেডিওর অফিসে তিনি যাচ্ছিলেন।
সন্ধি আরও জানান, আগামীকাল (বুধবার) চিকিৎসকরা সভ্যতার পায়ের আরেকটি চেকআপ করবেন। এরপর অস্ত্রোপচার করা হবে তার পায়ে।
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’