X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শাহরুখ-হৃত্বিককেও ছাপিয়ে গেছেন তিনি!

বিনোদন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০৩

নরেন্দ্র ঝা ২০১৪ সালে বিশাল ভরদ্বাজের ‘হায়দার’ ছবিতে হিলাল মিরের চরিত্রে অভিনয় করে ব্যাপক সমাদৃত হয়েছিলেন বলিউড অভিনেতা নরেন্দ্র ঝা। সমালোচক এবং দর্শক দুই পক্ষেরই প্রশংসা পেয়েছিলেন তিনি।
গত ২৫ জানুয়ারি (বুধবার) মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘রইস’ ও হৃত্বিক রোশনের ‘কাবিল’। তবে আরও এক অভিনেতার ছবি মুক্তি পেয়েছে এদিন। তাও একটা নয়, দুটি ছবি! আর দুটিই ব্যবসাসফল!
না, অন্য কোনও ছবি নয়; এদিন মুক্তি পাওয়া ‘কাবিল’ ও ‘রইস’ ছবির প্রত্যেকটিতেই রয়েছে তার উপস্থিতি। তবে চরিত্রের ধরন ভিন্ন। শাহরুখ খান অভিনীত ‘রইস’ ছবিতে নরেন্দ্র ঝাকে আন্ডারওয়ার্ল্ড ডন মুসা ভাই চরিত্রে দেখা গেছে। আর হৃত্বিক রোশন অভিনীত কাবিল ছবিতে তাকে গেছে কোমল মনের পুলিশ কর্মকর্তা চৌবির চরিত্রে। দুটিতেই পরিমিত অভিনয়ে বাজিমাত করেছেন এ অভিনেতা। 
মজার ব্যাপার হলো, এখন পর্যন্ত নাকি ‘রইস’ ছবিটি দেখেননি নরেন্দ্র ঝা। তবে ‘কাবিল’ ছবি দেখেছেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে নরেন্দ্র ঝা বলেন, ‘‘এখন পর্যন্ত আমি কাবিল দেখেছি কারণ আমি নাশিকে (মহারাষ্ট্রের একটি এলাকা) ছিলাম এবং কাছাকাছি দূরত্বের একটি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হচ্ছিল। ‘রইস’ আজ দেখব বলে ঠিক করেছি।’’
ছোট পর্দা থেকে রূপালি জগতে পা রাখা এ অভিনেতা জানান, কীভাবে তিনি ‘হায়দার’ ছবির অংশ হতে পেরেছিলেন। নরেন্দ্র বলেন, ‘‘ফানটুশ’ ও ‘বোস দ্য ফরগটেন হিরো’র মতো অনেক ছবি এবং তেলেগু ভাষার আরও কিছু ছবিতে আমি অভিনয় করেছি। ভারতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলার সময় বিশাল ভরদ্বাজের সঙ্গে আমার দেখা হয়। সেখানে তিনি আমাকে তার পরিকল্পনার কথা জানান। পরে আমি পরিচালক মুকেশ ছাবরার কাছ থেকে ডাক পাই এবং যোগ দিই। তবে এটা মনে হয়নি যে আমি সিনেমায় নতুন। ওইটা বড় কোনও চরিত্র ছিল না, কিন্তু খুব প্রভাশালী চরিত্র ছিল।’’

নরেন্দ্র ঝা জানান, বিহারে অনেকের মতোই তার বাবাও চাইতেন তিনি যেন আএএস-এ যোগ দেন।

তিনি বলেন, ‘দিল্লি জেএনইউ থেকে ইতিহাসে পোস্ট গ্রাজুয়েশন করার পর আমি অভিনয়ে প্রশিক্ষণ নেওয়ার কতা ভাবলাম। বাবার উৎসাহে শ্রি রাম সেন্টারে একটি ডিপ্লোমা কোর্সে ভর্তি হই। এরপর আমি মুম্বাইতে আসি এবং বিজ্ঞাপনে কাজ শুরু করি। প্রাহলাদ কাক্কার থেকে মুকুল আনন্দ পর্যন্ত অনেকের সঙ্গে বিজ্ঞাপন জগতে ১৫০টিরও বেশি প্রজেক্টে কাজ করেছি।’

নরেন্দ্র ঝা জানান, শান্তি হলো তার কাছে প্রস্তাব করা প্রথম টিভি শো। আর এটিকে ভালো সূচনা বলেই মনে করেন তিনি।

/এফইউ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল