X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ঢাকায় ‘রেসিডেন্ট এভিল’-এর শেষ কিস্তি

বিনোদন ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০০

মিলা জোভোভিচ ৩ ফেব্রুয়ারি রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘রেসিডেন্ট এভিল’ সিরিজের শেষ ছবি ‘দ্য ফাইনাল চ্যাপ্টার’।

জাপানি ভিডিও গেম প্রোডাকশন হাউস ক্যাপকমের জনপ্রিয় সিরিজ ‘রেসিডেন্ট এভিল’ অবলম্বনে ১৫ বছর আগে এই সিরিজ শুরু হয় হলিউডে। ২০১২ সাল পর্যন্ত এই সিরিজের একে একে পাঁচটি ছবি ব্যবসাসফল হয়েছে। এবার আসছে ষষ্ঠ ও শেষ কিস্তি।
বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক অ্যাকশন হরর এ ছবির গল্প, পাণ্ডুলিপি এবং পরিচালনা করেছেন প্রথম এবং পঞ্চম পর্বের পরিচালক পল ডব্লিউ এস অ্যান্ডারসন।
২০০২ সালে মুক্তি পায় সিরিজের প্রথম ছবি। মানব সম্প্রদায়কে রক্ষার এক কঠিন মিশনে অ্যালিস চরিত্রে অভিনয় করা মিলা জোভোভিচের একক সংগ্রামই ছবির মূল গল্প। তার কারণেই ছবিটি মুক্তি পেতে দুই বছরেরও বেশি দেরি হলো। ২০১৪ সালের ১২ সেপ্টেম্বর মুক্তি  দেওয়ার লক্ষ্যে আগের বছর এর চিত্রায়ণ শুরুর কথা ছিলো। কিন্তু পরিচালক পলের এই অর্ধাঙ্গিনী সন্তানসম্ভবা হওয়ায় এ পরিকল্পনা বাতিল করা হয়। সিরিজটির অভিনয়শিল্পীদের মধ্যে একমাত্র তিনিই সব পর্বে অভিনয় করেছেন।
দক্ষিণ আফ্রিকার বেলহারে ২০১৫ সালের ১০ ডিসেম্বর ছবিটির শেষ দিনের চিত্রায়ণ হয়। সেদিন কেপটাউন সম্মেলনে অংশ নিতে উপস্থিত বেশ কয়েকজন ইউটিউবার এই পর্বে জোম্বির ভূমিকায় অভিনয়ের সুযোগ পায়। গেম সিরিজ নিয়ে নির্মিত মুভি সিরিজের মধ্যে সবচেয়ে ব্যবসাসফল সিরিজ ‘রেসিডেন্ট এভিল’। এই সিরিজের  মোট ছয়টি ছবি নির্মাণে ব্যয় হয়েছে ২৫০ মিলিয়ন ডলার। আর আয় হয়েছে এ পর্যন্ত ৯১৫ মিলিয়ন ডলারেরও বেশি। আশা করা হচ্ছে, শেষ কিস্তিতেও বাজিমাত করবে ছবিটি।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব