X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে ‌‘মায়াবিনী'

বিনোদন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ০০:১০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ০০:১০

সাইমন ও আইরিন। ছবি: সংগৃহীত সাইমন-আইরিন জুটির প্রথম চলচ্চিত্র ‘মায়াবিনী’। যা আজ (৩ ফেব্রুয়ারি) সারা দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

‘জ্বী হুজুর’, ‘পোড়ামন’খ্যাত নায়ক সাইমন এবং ‘ভালোবাসা জিন্দাবাদ’ ও ‘এক পৃথিবী প্রেম’ খ্যাত নায়িকা আইরিন। তাদের জুটি করে প্রথম সিনেমাটি নির্মাণ করেছেন আকাশ আচার্য্য। এটির গল্প লিখেছেন সোমা আচার্য্য।
পরিচালক জানান, এতে প্রেম নামের চরিত্রে অভিনয় করেছেন সাইমন এবং আইরিনের নাম পিয়া। প্রেম ও পিয়ার অনবদ্য রসায়ন পর্দায় জমে উঠবে বলে আশা করছেন পরিচালক। চলচ্চিত্রটি নিয়ে আশাবাদী সাইমন-আইরিনও।
সাইমন বলেন, ‘এতে আমি নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছি। খুব চ্যালেঞ্জিং চরিত্র। অনেক কষ্ট করতে হয়েছে কাজটি করার সময়। পাশাপাশি আইরিনও দারুণ সহযোগিতা করেছেন। সবমিলিয়ে আমরা একটি সময়োপযোগী গল্পে অভিনয় করেছি।’
এদিকে আইরিন বলেন, ‘আমার মনের মতো একটি চলচ্চিত্র এটি। কমন জেন্ডারের বিষয় নিয়েই চলচ্চিত্রটির গল্প। কিন্তু তারপরেও এতে প্রেম আছে, আছে পরিবারের গল্প। দর্শকের ভালোলাগার মতো একটি আবহ আছে এতে।’
প্রসঙ্গত, সাইমন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল পি এ কাজলের ‘চোখের দেখা’। আইরিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র এস এ হক অলীকের ‘এক প্রথিবী প্রেম’।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!