X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানের প্রেক্ষাগৃহে ‘কাবিল’ ও ‘রইস’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৫

‘কাবিল’ ও ‘রইস’ ছবির পোস্টার ভারতীয় সিনেমা আমদানির ওপর কয়েক মাস আগে দেওয়া নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত তুলে নিয়েছে পাকিস্তান। ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পাকিস্তানে মুক্তি পাওয়া প্রথম ভারতীয় সিনেমা হৃত্বিকের ‘কাবিল’।

এর ধারাবাহিকতায় আগামী ১০ ফেব্রুয়ারি পাকিস্তানে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ছবি ‘রইস’।

কাবিল ছবির প্রযোজক এবং হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশন টুইটারে দেওয়া এক পোস্টে পাকিস্তানে ‘কাবিল’ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার রাতে টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘হ্যাঁ! এটা সত্য। আজ রাত ১১টায় করাচি এবং আগামীকাল পাকিস্তানজুড়ে মুক্তি পাচ্ছে।’

পাকিস্তানে বলিউড সিনেমার প্রচুর দর্শক রয়েছেন। ফলে ভারতীয় সিনেমার ওপর পাকিস্তানের এ নিষেধাজ্ঞা প্রত্যাহারে খুশি দেশটির সিনেমাপ্রেমীরা।

ভারতে পাকিস্তানের কলাকুশলীরা কাজ করতে পারবেন না-এমন নিষেধাজ্ঞার জবাবে পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছিল ভারতীয় সিনেমার প্রদর্শন। কিন্তু বলিউডের ছবি দেখানো বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখোমুখি হতে হয় পাকিস্তানের সিনেমা হল মালিকদের। এমন পরিস্থিতিতে মনোভাব বদলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। একটি তদন্ত কমিটি গঠন করেন তিনি। এই কমিটির প্রধান কাজ হল মালিকদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানে আসা।

অনেক আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত সরকারিভাবে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দেশটির প্রেক্ষাগৃহে সময়ের দুই আলোচিত ছবি ‘কাবিল’ ও ‘রইস’ দেখাতে আর কোনও বাধা থাকলো না।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য টাইমস অব ইন্ডিয়া

/এমপি/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’