X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

অবশেষে ছাড়পত্র পেলো ‘লিডার’

বিনোদন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৬

‘লিডার’-এর একটি দৃশ্যে মৌসুমী ফেরদৌস-মৌসুমী ও ওমর সানীকে নিয়ে দিলশাদুল হক শিমুল নির্মাণ করেন পলিটিক্যাল থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘লিডার’। শুটিং-সম্পাদনা শেষে এটি গত বছরের ফেব্রুয়ারিতে জমা পড়ে সেন্সরবোর্ডে।
কিন্তু বোর্ড সদস্যদের নানান আপত্তির কারণে সিনেমাটি আটকে ছিল গেল প্রায় এক বছর। অবশেষে ২ ফেব্রুয়ারি ছবিটি ছাড়পত্র পেলো প্রদর্শনের জন্য।
পরিচালক দিলশাদুল হক শিমুল এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘অনেক স্বপ্ন নিয়ে চলচ্চিত্র বানাতে এসেছি। যে হোঁচটগুলো খেয়েছি, সেসব নিয়ে কথা হবে আরও পরে। আপাতত আনন্দের বিষয় হলো আমাদের ‘লিডার’ ছাড়পত্র পেলো। খুব শিগগিরই মুক্তির দিন-তারিখ আপনাদের জানাতে পারবো।’’
কিন্তু এক বছরের বেশি সময় কেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ডে আটকে থাকলো ‘লিডার’?
এমন প্রশ্নের জবাবে শিমুল বলেন, ‘আসলে আমাদের দেশে রাজনৈতিক প্রেক্ষাপটের ছবি তৈরি করা অনেক চ্যালেঞ্জের বিষয়। আমি এই চ্যালেঞ্জটি নিয়েই মাঠে নেমেছিলাম। এ ধরনের ছবি নির্মাণের সময় অনেক কিছু বিবেচনা করতে হয়। তেমনই অনেক বিষয়ের কারণে সেন্সরবোর্ডে ছবিটি আটকে ছিল। মজার বিষয় হলো, প্রথম যখন ছবিটি জমা দেই তখন পুরো ছবিটিই আটকে দিয়েছিল সেন্সরবোর্ড। বলেছিলো এটি মুক্তি দেওয়া যাবে না! এখন অবশ্য ভালো লাগছে, কালক্ষেপণ করে হলেও ছাড়পত্র পেলাম।’
ছবিটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন দিলশাদুল হক শিমুল নিজেই। এটি তার প্রথম চলচ্চিত্র।
/এসএএস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল