X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ভালোবাসার গানের উৎসবে তারা

বিনোদন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩২

ভালোবাসার উৎসবে তারা... ‘ভালোবাসার উৎসব’ নামের আয়োজনে গান নিয়ে আসছেন একঝাঁক তারকা। এদের মধ্যে আছেন বালাম, শফিক তুহিন, হৃদয় খান, তানজিব সারোয়ার, আহমেদ রাজীব, ব্যান্ড শুন্যসহ বেশ কয়েকজন নবীন শিল্পী।

আর গানগুলো প্রকাশ হবে রবি-এয়ারটেল ইয়ন্ডার মিউজিক অ্যাপে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর রবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট শিল্পীরা উপস্থিত হয়ে নিজেদের গানগুলো সম্পর্কে জানান।

প্রকাশিত হয়েছে বেশ ক’টি অ্যালবামও। এরমধ্যে রয়েছে বালামের পূর্ণাঙ্গ অ্যালবাম ‘গল্পের শহর’, শূন্য’র ‘শুধু আমার’, রবি সেরা প্রতিভার অ্যালবাম ‘প্রতিভার আলো’ এবং সিলভার লাইটস’র ‘ব্যস্ত শহর’।

আয়োজনে আরও রয়েছে হৃদয় খানের ‘জানিনা বুঝিনা’, সুরাঞ্জলী’র ব্যানারে মুন ফিচারিং মালার নতুন একক গান ‘তোর মনেতে’, শাকের রাজা ফিচারিং মালার একক গান ‘কোন রঙে’, ইউ ফ্যাক্টর’র ব্যানারে আহমেদ রাজীব ফিচারিং ‘পূর্ব-পশ্চিম’, ডিজে একেএস ফিচারিং পারভেজ’র একক গান ‘আজ আবার’, রিকস রেকর্ড’র ব্যানারে ও নেওয়াজ মাহতাব’র একক গান ‘ছোট কোনও গল্প’, সিএমভি’র ব্যানারে কণার একক গান ‘ইশারা’।

আরও রয়েছে গানচিলের ব্যানারে অটামনাল মুন ফিচারিং সালমা’র ‘আমি গানের পাখি রে’, সামিনা চৌধুরী’র ‘আমার চিলে কোঠা মন’, মুন’র একক ‘তুই কি আমার সুখে থাকার অসুখ হবি’। এছাড়া রয়েছে মিনার’র গাওয়া ‘তা জানিনা না’।

অনুষ্ঠানে বালাম তার নতুন অ্যালবাম নিয়ে বলেন, ‘প্রায় চার বছর পর আমার অ্যালবাম মুক্তি পেতে যাচ্ছে, সত্যিই খুব ভাল লাগছে। প্রতিটি অ্যালবামের পেছনে অনেক সাধনা জড়িয়ে থাকে। গানগুলোর পেছনে থাকে আমার ও দলের অক্লান্ত পরিশ্রম। এই অ্যালবামের মাধ্যমে আমি আমার গানের ভাবনাগুলো শ্রোতাদের কাছে বলার চেষ্টা করেছি এবং আশা করি তাদের ভাল লাগবে।’

সংবাদ সম্মেলনে শিল্পীরাসহ উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম, ইয়ন্ডার মিউজিকের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম, করপোরেট ও কমিউনিকেশনের ভাইস প্রেসিডেন্ট একরাম কবিরসহ অনেকে।

ছবি: সাজ্জাদ হোসেন/বাংলা ট্রিবিউন

/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…