X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বরুণ ‘আঙ্কেল’ বলায় চটেছিলেন সালমান!

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০১

সালমান ও বরুণ। ‘জুড়ুয়া’ ছবির সিক্যুয়েলে সালমান খানের জায়গায় এখন অভিনয় করছেন বরুণ ধাওয়ান। এর প্রথম কিস্তিতেও অংশ নিয়েছিলেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত এ তরুণ নায়ক। আর সেখানেই ঘটেছিল মজার একটি ঘটনা।
১৯৯৭ সালে যখন ‘জুড়ুয়া’ মুক্তি পায়, তখন বরুণের বয়স মাত্র ৭ বছর। প্রথম ছবিটির ট্রায়াল শো-তে বরুণ সালমানকে ডাকেন ‘আঙ্কেল’ বলে, আর এতেই ক্ষেপে যান ‘সাল্লু’।
বয়সের তফাত পরিষ্কার, বরুণের সালমানকে ‘আঙ্কেল’ বলে ডাকার রীতিমতো অধিকার রয়েছে! কিন্তু বলিউডের নিয়মে বয়সটাই সব নয়। ইমেজটাই এখানে প্রধান।
সালমান ক্ষেপে গিয়ে বরুণকে স্পষ্ট জানিয়ে দেন, আঙ্কেল-টাঙ্কেল চলবে না, তাকে ‘সালমান ভাই’ বলে ডাকতে হবে।
সাংবাদিকদের বরুণ জানিয়েছেন, সালমান তাকে বলেন, “আবার যদি আঙ্কেল বলিস, তোকে থাপ্পড় দেব। ‘সালমান ভাই’ বলে ডাকবি আমাকে। তুই ডেভিড ধাওয়ানের ছেলে কিনা তাতে আমার কিছু যায় আসে না। থিয়েটারের ভেতরে আঙ্কেল বলে ডাকতে দেবো না তোকে।”
বরুণ জানিয়েছেন, তাকে এক বাক্স জিনস উপহার দিয়েছেন ‘সাল্লু’, সেগুলো পরেই এই ছবিতে অভিনয় করবেন বরুণ।
‘জুড়ুয়া-২’ ছবিতে বরুণের বিপরীতে রয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও তাপসী পান্নু। একটি ক্যামিও ‘গডফাদার’ চরিত্রে দেখা যাবে সালমানকেও।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা ও বরুণের বাবা ডেভিড ধাওয়ান। ‘জুড়ুয়া’-র মতোই সিক্যুয়েলটিও পরিচালনা করেছেন ডেভিড। ছবিটি মুক্তি পাবে আগামী ১০ মার্চ।

সূত্র: বলিউড মন্ত্র

/এসএ/এম/ 

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!