X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পলাশ-অাঁখির প্রথম প্লেব্যাক!

বিনোদন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৪

রেকর্ডিংয়ে গীতিকার, সুরকার এবং শিল্পীদ্বয়ের মাঝে পরিচালক পলাশ এবং অাঁখি আলমগীর। সংগীতের উল্লেখযোগ্য দুটি নাম। দু’জনার মধ্যকার সম্পর্কও বেশ উষ্ণ, প্রায় বন্ধু। নিজেদের যুগ অতিক্রম করা দীর্ঘ ক্যারিয়ার পেরিয়ে গেল সন্ধ্যায় প্রথম এক হলেন তারা!

না, তারা এর আগেও অসংখ্য টিভি এবং স্টেজ শোতে গান করেছেন একই মঞ্চে। গেয়েছেন একই অ্যালবামেও। শুধু এ পর্যন্ত গাওয়া ছিলো না কোনও চলচ্চিত্রের গান! সেই গানটিই এবার গেয়ে ফেললেন পলাশ-অাঁখি।
‘আমি বন্ধুর দেখা পাইলে’ শিরোনামের গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর-সংগীত করেছেন কিসুল। আজ (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রেকর্ড হওয়া এই গানটি ব্যবহার করা হবে সোহানুর রহমান সোহানের নির্মাণাধীন ‘জেদী’ ছবিতে।
পলাশের সঙ্গে প্রথম প্লেব্যাক প্রসঙ্গে অাঁখি বলেন, ‘গানটি গাইতে যাওয়ার পর আমরা যখন হিসাব করে দেখলাম- সিনেমায় এটাই আমাদের প্রথম কোনও গান, তখন খুব অবাক হলাম। এত বছর কেন কেউ আমাদের ডাকেনি জানি না। অথচ আমরা দেশে-বিদেশে অসংখ্য শো করেছি একসঙ্গে। যাই হোক, গানটি করে ভালো লাগলো। এবার হয়তো আমরা নিয়মিত ডাক পাবো।’
প্রসঙ্গত, সোহানের পরিচালনায় ‘জেদী’তে অভিনয় করছেন আরিফিন শুভ ও নবাগতা ইশারা। ছবিটির কাজ শুরু হয়েছে ২০১৫ সালে।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!