X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বার্লিন উৎসবে সেরা যারা

বিনোদন ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৭

সেরা অভিনেত্রী কিম মিন-হি জার্মানির বার্লিন শহরটি এখনও জমজমাট। ৬৭তম বার্লিন চলচ্চিত্র উৎসব মাত্রই শেষ হয়েছে। তবু যেন চাপনউতোর চলছেই। চলছে আড্ডা, আলোচনা। শনিবার সন্ধ্যায় পুরস্কার ঘোষাণার মধ্য দিয়ে ইতি টানা হয়েছে পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র আসরটির।
এবার একঝলকে দেখে নেওয়া যাক সেরাদের-

স্বর্ণভল্লুক (সেরা চলচ্চিত্র): অন বডি অ্যান্ড সৌল (হাঙ্গেরি)

গ্রাঁ প্রিঁ (রৌপ্য ভল্লুক): ফেলিসিট (ফ্রান্স-সেনেগাল-বেলজিয়াম)

সেরা পরিচালক: আকি কাউরিসমাকি (দ্য আদার সাইড অব হোপ; ফিনল্যান্ড)

সেরা অভিনেত্রী: কিম মিন-হি (অন দ্য বিচ অ্যাট নাইট অ্যালোন; দক্ষিণ কোরিয়া)

সেরা অভিনেতা: জিওর্গ ফ্রাইডরিচ (ব্রাইট নাইটস; জার্মানি)

সেরা চিত্রনাট্য: অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান (সেবাস্তিয়ান লেলিও এবং গনজালো মাজা; চিলি)

আউটস্ট্যান্ডিং আর্টিস্টিক কন্ট্রিবিউশন (সম্পাদনা): ডানা বুনেস্কা (আনা, মন আমুর; রোমানিয়া)

মৌলিক প্রামাণ্যচিত্র: গোস্ট হান্টিং (ফিলিস্তিন)

সেরা নতুন পরিচালক: কার্লা সিমন (সামার অব ১৯৯৩; স্পেন)

স্বর্ণভল্লুক (সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): স্মল টাউন (পর্তুগাল)

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (জুরি প্রাইজ): রিভেরি ইন দ্য উইন্ডো (মেক্সিকো)

অডি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অ্যাওয়ার্ড: স্ট্রিট অব ডেথ (লেবানন)

আলফ্রেড বাউর পুরস্কার: স্পুর

উপরের সংক্ষেপ তথ্যর পর আরও যদি দু’ছত্র বলতে হয়, তবে বলতে হবে ‘অন বডি অ্যান্ড সৌল’ ছবিটি নিয়ে। এটি পরিচালনা করেছেন হাঙ্গেরির নারী নির্মাতা ইলদিকো এনইয়েদি। এটি তার ৮ নম্বর ছবি। ১৯৮৯ সালে ইলদিকোর প্রথম ছবি ‘মাই টোয়েন্টিয়েথ সেঞ্চুরি’ কান চলচ্চিত্র উৎসবে গোল্ডেন ক্যামেরা অ্যাওয়ার্ড জেতে। ১৯৯৪ সালে তার পরিচালিত ‘ম্যাজিক হান্টার’ ৫১তম ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পায়।
এছাড়া ১৯৯২ সালে ৪২তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক প্যানেলের একজন হিসেবে দায়িত্ব পালন করেন ইলদিকো এনইয়েদি। ২০০৭ সালে ২৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও বিচারক ছিলেন তিনি। উৎসব বিজয়ীরা


/জেএইচ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!