X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘ডুব’ বিতর্ক: হুমায়ূন আহমেদের ছোট ভাই যা বললেন

মাহমুদ মানজুর
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১০

আহসান হাবীব

গেল ক’দিন ধরেই কথাটি আলোচনায় ছিল। রবিবার (১৯ ফেব্রুয়ারি) ‘দখিন হাওয়া’য় মেহের আফরোজ শাওনের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও  ঘুরেফিরে একই ফিসফাস শোনা গেলো। নন্দিত কথাসাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদের জীবনের ‘স্পর্শকাতর’ বিষয় নিয়ে নাকি ‘ডুব’ নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। অন্তত এমনটাই অভিযোগ শাওনের। ডুব ইস্যুতে যখন দেশের ও দেশের বাইরের গণমাধ্যমে নানা বক্তব্য-প্রতিক্রিয়া আসছে, তখন হুমায়ূন পরিবারের তেমন কেউই এ নিয়ে টু-শব্দটিও করছেন না। কিন্তু কেন?

তাহলে কী শাওনের সঙ্গে পবিারের অন্যান্যরা একমত নন? হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন, তার সন্তান বিপাশা, শীলা, নোভা কিংবা নুহাশ কেউ শাওনের অভিযোগ মানেন না। এছাড়া হুমায়ূন আহমেদের ছোট ভাই দেশের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক ড. মুহাম্মদ জাফর ইকবাল এবং কার্টুনিস্ট আহসান হাবীবও কি একমত নন। 'ডুব' ইস্যুতে চলা বিতর্কে প্রথম থেকেই তারা চুপ? রবিবার শাওনের সংবাদ সম্মেলনের ফাঁকে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে এমন প্রশ্ন তোলা হয়। জবাবে, সাবলীল শাওন। বললেন, ‘আপনারা কেউ কী এই বিষয়ে উনাদের কারও বক্তব্য জানতে চেয়েছেন?’ উত্তরের আশা না করেই তিনি আরও বলেন, ‘এই সংবাদ সম্মেলনের আগেও আহসান হাবীব ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। উনাদের সমর্থন ছাড়া আমি কিছুই করছি না।’

শাওনকে যে সমর্থন জানিয়েয়েছেন তা রবিবার বিকালে বাংলা ট্রিবিউনকে স্পষ্ট করেছেন দেশের অন্যতম কার্টুনিস্ট এবং রম্য সাহিত্যিক আহসান হাবীব। তিনি কিংবা পরিবারের সদস্যরা কেন এই বিতর্কিত বিষয়ে কিছু বলছেন না? এমন প্রশ্নে তার উত্তর, ‘দেখুন যা বলার শাওনই বলছে। আজও  (১৯ ফেব্রুয়ারি) সে বাসায় একটা সংবাদ সম্মেলন করেছে। আমার মনে হয়, সেখান থেকেই বিষয়টি নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া গেছে।’

হুমায়ূন আহমেদ, আহসান হীবব ও ড. জাফর ইকবাল

কিন্তু হুমায়ূন আহমেদের পরিবারের অন্যতম সদস্য কিংবা ছোট ভাই হিসেবে আপনার মন্তব্যও এ ক্ষেত্রে জরুরি। সে হিসেবে এই বিতর্ক প্রসঙ্গে আপনার অভিমত কী?  জবাবে আহসান হাবীব বলেন, ‘দেখুন শাওন একজন পরিচালক। ফারুকীও সিনেমা নির্মাণ করেন। ফলে এই বিষয়ে আমার চেয়ে উনারাই ভালো বুঝবেন। তবে আমি যতদূর জেনেছি বা শুনেছি, এই ছবির প্রধান অভিনেতাসহ অন্যরাও বলেছেন— এখানে হুমায়ূন আহমেদের জীবনের একটা গল্প রয়েছে। এরপরও বিষয়টি অস্বীকারের কথা কেন আসছে?’

 আহসান হাবীব আরও বলেন, ‘শাওন কিন্তু ছবিটি নিষিদ্ধ করার জন্য একবারও দাবি তোলেননি। আমিও সেটা চাই না। এই ছবিতে যদি সত্যিই হুমায়ূন আহমেদের জীবনের কোনও আপত্তিকর বিষয় উঠে আসে, হোক সেটা নামে অথবা বেনামে— সেসব বাদ দেওয়ার অনুরোধ করছি। আর পুরো ছবিটি যদি সত্যিই হুমায়ূন আহমেদের জীবন নিয়ে তৈরি হয়ে থাকে, তাহলে অবশ্যই অনুমতির দরকার ছিল বলে আমি মনে করি।’

প্রসঙ্গত, গত বছর ১৭ মার্চ ‘ডুব’-এর শুটিংয়ে অংশ নিতে ইরফান খান ঢাকায় আসেন। এতে তার সঙ্গে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী ও কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র। ছবিটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রতিষ্ঠান।

 /এমএম/জেএইচ/এসটি

আরও পড়ুন: ‘ডুব’ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে যা বললেন শাওন

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)