X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সিলভার বাটনের অপেক্ষায় ইমরান

বিনোদন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২১

ইমরান মাহমুদুল/ ছবি: সাজ্জাদ হোসেন দূর যুক্তরাষ্ট্রের ইউটিউব কার্যালয় থেকে সম্মানজনক ‌‘সিলভার বাটন অ্যাওয়ার্ড’-এর অপেক্ষায় আছেন ইমরান। সারাবিশ্বের ইউটিউব ব্যবহারকারীদের মধ্যে যাদের চ্যানেল লাখের ঘর পেরিয়ে যায় তারা এই সম্মাননা পেয়ে থাকেন। এবার সেই সম্মাননা প্রথম বাংলাদেশি সংগীতশিল্পী হিসেবে পেতে যাচ্ছেন ইমরান।

কারণ তিনি বাংলাদেশের একমাত্র সংগীতশিল্পী, যিনি নিজস্ব ইউটিউব চ্যানলে এক লাখ সাব্সক্রাইবারের গর্বিত মালিক হয়েছেন বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা নাগাদ।
আবেগাপ্লুত ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আনন্দ এবং বিস্ময়ের বিষয়। কারণ মাত্র দুই বছর বয়স আমার চ্যানেলটির। ২০১৫ সালের ২০ জানুয়ারি এই চ্যানেলটি বিনা উদ্দেশ্যেই খুলি। চোখের পলকে সেটি আজ সন্ধ্যায় লাখ পেরিয়ে গেল!’
আরও বলেন, ‘অবাক হওয়ার মতো বিষয়, আমার চ্যানেলে মাত্র চারটি পূর্ণাঙ্গ ভিডিও। সঙ্গে দু’টি স্টুডিও ভার্সন। মানে মোট ছয়টি ভিডিও। মাত্র ছয়টি মিউজিক ভিডিও থেকে এত অল্প সময়ে এমন সাব্সক্রাইবার পৃথিবীর আর কোথাও হয়েছে কিনা, আমার জানা নেই। আমি সত্যি চিরকৃতজ্ঞ থাকলাম সকল শ্রোতা-দর্শকদের কাছে। সব কৃতিত্ব তাদের।’ ইমরানের ইউটিউব পেজ
এদিকে ইমরানের লাখ পেরুনো ইউটিউব চ্যানেলের আশেপাশে তেমন কোনও দেশীয় সংগীতশিল্পীর খোঁজ মেলেনি। তবে ইউটিউবে ৫৪ হাজার সাব্সক্রাইবার নিয়ে ২য় অবস্থানে আছেন আসিফ আকবর। তার পরেই ৪১ হাজার সাব্সক্রাইবার নিয়ে ৩য় অবস্থানে আছেন তাহসান। যদিও গানের সঙ্গে তার এই সব্সক্রাইবার যোগ হয়েছে নাটক-বিজ্ঞাপন আর স্বল্পদৈর্ঘ্যের সূত্র।
এদিকে ইউটিউব নিজস্ব চ্যানেল নিয়ে বেশ তৎপর সংগীতশিল্পীদের মধ্যে কণা ২৪, হাবিব ও পড়শী ১৯ হাজার করে, বাপ্পা মজুমদার ১৫, হৃদয় খান ৫ এবং আরফিন রুমির সাব্সক্রাইবার সংখ্যা ২ হাজারের একটু বেশি।
ইমরান জানান তার চ্যানেলের ছয়টি ভিডিও আজ, বুধবার সন্ধ্যা পর্যন্ত ৩ কোটি ১২ লাখ ৭৪ হাজার ভিউ অতিক্রম করেছে।

কোটি পেরুনো ‘বলতে বলতে চলতে চলতে’:


/এমএম/

সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়