X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ব্রিট অ্যাওয়ার্ডস-এ বোওয়ির ইতিহাস

জনি হক
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩৯

ডেভিড বোওয়ি ব্রিটিশ সংগীতাঙ্গনের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার ব্রিট অ্যাওয়ার্ডস। যুক্তরাজ্যে এর সম্মান ‘গ্র্যামি’র মতো।

এবারের আসরে শীর্ষ দুটি পুরস্কার জিতেছেন প্রয়াত সংগীত তারকা ডেভিড বোওয়ি। বেস্ট মেল সলো আর্টিস্ট (গায়ক) এবং অ্যালবাম অব দ্য ইয়ার (বর্ষসেরা অ্যালবাম) ট্রফি দুটি গেছে তার ঘরে।
ব্রিট অ্যাওয়ার্ডস-এ এবারই প্রথম কোনও ব্রিটিশ শিল্পী মরণোত্তর পুরস্কার লাভ করলেন। পুরস্কার দুটি গ্রহণ করেন তারই ছেলে চলচ্চিত্র নির্মাতা ডানকান জোন্স। ডেভিড বোওয়ির ‘ব্ল্যাকস্টার’ অ্যালবামটি বের হয় গত বছরের জানুয়ারিতে। তার কিছুদিন পরেই ক্যানসারে আক্রান্ত হয়ে ৬৯ বছর বয়সে তিনি না ফেরার দেশে চলে যান। জীবদ্দশায় মাত্র চারটি ব্রিট অ্যাওয়ার্ডস জিতেছিলেন তিনি।
কয়েক সপ্তাহ আগে গ্র্যামি অ্যাওয়ার্ডস-এ একাই পাঁচটি পুরস্কার জিতে নেওয়া ব্রিটিশ গায়িকা অ্যাডেল বিশ্বজুড়ে অভাবনীয় সাফল্যের স্বীকৃতি হিসেবে ব্রিট অ্যাওয়ার্ডস-এর এবারের আসরে পেয়েছেন গ্লোবাল সাকসেস পুরস্কার। গত বছর ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামের মধ্য দিয়ে বিশ্বসংগীতে ফিরে সাড়া ফেলে দেন তিনি। এবারের ব্রিট অ্যাওয়ার্ডস-এ আন্তর্জাতিক শিল্পীদের মধ্যে পুরস্কৃত হয়েছেন বিয়ন্সে, ড্রেক এবং অ্যা ট্রাইব কল্ড কোয়েস্ট ব্যান্ড।
সেরা গানের পুরস্কারজয়ী ব্যান্ড লিটল মিক্স-এর পরিবেশনা বুধবার (২২ ফেব্রুয়ারি) লন্ডনের ওটু এরেনায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর ফাঁকে ফাঁকে ছিল বিখ্যাত শিল্পীদের পরিবেশনা। নিজের প্রাক্তন ব্যান্ড হোয়াম-এর প্রয়াত সদস্য জর্জ মাইকেলের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন অ্যান্ড্রু রিজলি। জর্জ মাইকেল স্মরণে ‘অ্যা ডিফারেন্ট কর্নার’ গেয়ে শোনান কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিন। তার সঙ্গে মিলে দ্য চেইনস্মোকারস পরিবেশন করে ‘সামথিং জাস্ট লাইক দিস’।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে মার্কিন গায়িকা কেটি পেরি গেয়েছেন ‘চেইঞ্জ টু দ্য রিদম’ গানটি। সেরা গানের পুরস্কারজয়ী মেয়েদের ব্যান্ড লিটল মিক্স-ও সংগীত পরিবেশন করেছে অনুষ্ঠানে।
এক নজরে ব্রিট অ্যাওয়ার্ডস- ২০১৭ বিজয়ীরা
সেরা গায়ক: ডেভিড বোওয়ি
সেরা গায়িকা: এমেলি স্যান্ডি
বর্ষসেরা অ্যালবাম: ব্ল্যাকস্টার (ডেভিড বোওয়ি)
সেরা ব্যান্ড: দ্য ১৯৭৫


সেরা উদীয়মান সংগীতশিল্পী: র‌্যাগ ‘এন’ বোন ম্যান
বৈশ্বিক সাফল্য: অ্যাডেল
আইকন অ্যাওয়ার্ড: রবি উইলিয়ামস
বর্ষসেরা ভিডিও: হিস্ট্রি (ওয়ান ডিরেকশন)
সেরা আন্তর্জাতিক গায়ক: ড্রেক
সেরা আন্তর্জাতিক গায়িকা: বিয়ন্সে
সেরা আন্তর্জাতিক দল: অ্যা ট্রাইব কল্ড কোয়েস্ট

সেরা গান: শাউট আউট টু মাই এক্স (লিটল মিক্স):


/জেএইচ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য