X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘কোটি ভিউ’র ক্লাবে মিনার রহমান

বিনোদন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৬

হলি-বলি’র মতো গান-সিনেমার জনপ্রিয়তা নির্ণয়ের জন্য অফিশিয়াল বিলবোর্ড কিংবা ক্লাব কালচারটি এখনও গড়ে ওঠেনি এখানে। তবুও বলতে তো আর বাধা নেই।

ইমরানের ‘বলতে বলতে চলতে চলতে’র পর এবার ইউটিউবের কোটি ভিউয়ার্সের ক্লাবে ঢুকলো মিনারের ‘ঝুম’। গতকাল (২২ ফেব্রুয়ারি) রাতে ভিডিওটির ইউটিউব ভিউ এই মালফলক স্পর্শ করে।
উচ্ছ্বসিত মিনার বলেন, ‘‘এটা যে কোনও শিল্পীর জন্য আনন্দের বিষয়। আমার অনেক গানই জনপ্রিয় হয়েছে তবে এই গানটি আমাকে যে আনন্দ দিয়েছে সেটি আর পাওয়া হয়নি। তাই ‘ঝুম’ সংশ্লিষ্ট সবাইকে থ্যাংকস’’
তিনি আরও বলেন, ‘গানটির এই সফলতাকে সেলিব্রেট করতে গতরাতে এই শহরে এক পসলা বৃষ্টিও হয়ে গেছে! জানি কাকতাল কিংবা অবাস্তব কথা, তবুও এভাবে ভাবতে ভালোই লাগে।’
মিনারের কথা-সুর-কণ্ঠে গড়া ‌ঝুম' গানটির সংগীতায়োজনে ছিলেন সাজিদ সরকার। গানচিলের ব্যানারে প্রকাশিত এই গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। আর এতে মিনার ছাড়াও পর্দায় ছিলেন মৌসুম ও আসফাক রানা।
মিনার রহমান/ ছবি: সংগৃহীত গেল বছর ১৬ জানুয়ারি অনলাইনে প্রকাশ পাওয়া এই ভিডিওর বর্তমান (২৩ ফেব্রুয়ারি দুপুর ২টা ৫ মিনিট পর্যন্ত) ভিউ ১০, ০৪৪, ৬৪৭ বার।
প্রসঙ্গত, গত বছর ইমরানের ‌‘বলতে বলতে চলতে চলতে’ গানটির অফিশিয়াল মিউজিক ভিডিও দিয়ে বাংলা গানের ইতিহাসে প্রথম কোনও গান এক কোটি ভিউ ক্লাবে জায়গা করে নেয়। এর পরই গতকাল ২য় গান হিসেবে এই ঘরে স্থান করে নেয় মিনারের ‌‘ঝুম’।
এদিকে চলতি সপ্তাহের মধ্যেই ইমরানের গাওয়া আরও দুটি গান এই ঘরে ঢোকার অপেক্ষায় আছে।
এরমধ্যে কনাকে নিয়ে ইমরানের সিনেমার গান ‘দিল দিল দিল’ অবস্থান করছে ৯৩ লাখ ও একক গান ‘ফিরে আসো না’ ৯১ লাখের ঘরে।

কবির বুকলের কথায় শওকত আলী ইমনের সুরে ইমরান-কণার ‘দিল দিল দিল’:


/এস/এমএম/

সম্পর্কিত সংবাদ: সিলভার বাটনের অপেক্ষায় ইমরান

সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’