X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আসছেন নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার!

বিনোদন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০৩

ক্যামেলিয়া রাঙা গত ২৪ জানুয়ারি কোনও কর্তন ছাড়াই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’ ছবিটি।
এবার সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হলো এর মুক্তির দিনক্ষণ। আগামী ৩১ মার্চ এটি প্রেক্ষাগৃহে যাচ্ছে বলে জানালেন ছবির পরিচালক মিজানুর রহমান লাবু।
মুক্তির তারিখ ছাড়াও শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ছবির প্রধান অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু, ক্যামেলিয়া রাঙা, নাজিবা বাশার, এস এম মহসীন, শাহাদত হোসেন, মাহমুদ প্রমুখ।
ছবির গল্পটা এমন- নুরু মিয়া অলস। জীবন যাপনের পথ হিসেবে বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তি। সারাদেশ ঘুরে ঘুরে ভিক্ষা করেন। গ্রামে নুরু মিয়ার স্ত্রী ও একটি পুত্র সন্তান রয়েছে। একদিন হঠাৎ তার পা দুটি অচল হয়ে যায়। বাধ্য হয়ে নুরু মিয়া ভিক্ষাবৃত্তি শুরু করে এক পতিতাপল্লীতে। ঘটনাক্রমে নুরু মিয়ার সঙ্গে পরিচয় হয় বিউটির। পঙ্গু নুরু মিয়ার জন্য ঠেলাগাড়ি বানিয়ে বিউটি হন তার ড্রাইভার!
সংবাদ সম্মেলনে কলাকুশলীরা ছবিতে নুরু মিয়ার ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু এবং বিউটি চরিত্রে ক্যামেলিয়া রাঙা। যাদু কাঠি মিডিয়া প্রযোজিত এ ছবিতে আরও আছেন- শিমুল খান, শাহাদত, শিরিন আলম, এসএম মহসিন, নাজিবা বাসার, মাহমুদ প্রমুখ।
ছবি: সাজ্জাদ হোসেন
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!